‘মেসিকে একটু দম নিতে দিন’

লিওনেল মেসি মানেই বাড়তি প্রত্যাশা। তবে বার্সেলোনার এই ফরোয়ার্ডকে অবশ্যই একটু দম নিতে দেওয়া দরকার বলে মনে করেন কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2018, 11:56 AM
Updated : 2 Feb 2018, 11:56 AM

কাম্প নউয়ে বৃহস্পতিবার রাতে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে ভালেন্সিয়াকে ১-০ গোলে হারায় বার্সেলোনা। ৬৭তম মিনিটে বাইলাইন থেকে মেসির বাড়ানো বল পেয়ে একমাত্র গোলটি করেন লুইস সুয়ারেস।

ম্যাচ শেষে পাঁচবার ব্যালন ডি'অর জেতা মেসিকে নিয়ে ভালভেরদে বলেন, "মেসির পায়ে বল থাকলে প্রত্যেকেই তার কাছ থেকে অনেক কিছু আশা করে। কখনো কখনো তা খুব বেশি হয়ে যায়। কারণ, মেসিকে একটু নিঃশ্বাস নিতে দিতে হবে।"

"এটা সত্যি যে, সে অসাধারণ একজন খেলোয়াড়। আর তা আমরা অনেক, অনেক বার বলেছি। প্রতিদিন তাকে দেখাটা দর্শনীয় কিছু।"

ভালেন্সিয়ার বিপক্ষে প্রথম লেগে বড় জয় না পেলেও অসন্তুষ্ট নন বার্সা কোচ।

"আমি মনে করি, স্কোরলাইনটা ভালোই হয়েছে। কারণ, আমরা ম্যাচটা জিতেছি। একটা ম্যাচ জেতা খুব কঠিন এবং আমরা এটা পেরেছি। ভালেন্সিয়া গোল করেনি। তাই আমাদের ভাবতে হবে, মেস্তায়ায় (ভালেন্সিয়ার মাঠ) ০-০ হলেই আমাদের জন্য ভালো হবে। তবে, ড্রয়ের উদ্দেশে আমরা ওখানে যাবো না। আমরা জয়ের চেষ্টাতেই মাঠে নামব।"