ইতিহাদ স্টেডিয়ামেবুধবার রাতে ৩-০ গোলের এই জয়ের পর ২৫ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছেপেপ গুয়ার্দিওলার দল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৫ পয়েন্টএগিয়ে তারা।
১৯তম মিনিটেডি ব্রুইনের থ্রু বল লক্ষ্যে পৌঁছে দিয়ে সিটিকে এগিয়ে নেন ফের্নান্দিনিয়ো। দ্বিতীয়ার্ধে৬৮তম মিনিটে প্রতিআক্রমণ থেকে রাহিম স্টার্লিংয়ের বাড়ানো বল ধরে গোল করে ব্যবধান দ্বিগুণকরেন বেলজিয়ামের মিডফিল্ডার ডি ব্রুইনে।
৮৯তম মিনিটেচলতি লিগে ২২তম জয় নিশ্চিত করে নেয় সিটি। ইংলিশ মিডফিল্ডার স্টার্লিংয়ের বুদ্ধিদ্বীপ্তপাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের ডান দিক থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড আগুয়েরোর নেওয়া শটদূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।
বুধবার রাতেরঅন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পারের মাঠে ২-০ গোলে হারা ইউনাইটেডের পয়েন্ট ৫৩।
স্ট্যামফোর্ডব্রিজে এএফসি বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হারা চেলসি ৫০ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে লিভারপুলেরপেছনে থেকে চতুর্থ স্থানে রয়েছে।