তেভেসের জন্য আর্জেন্টিনা কোচের দরজা খোলা

রাশিয়া বিশ্বকাপের আর্জেন্টিনা দলে জায়গা পেতে লড়াই চালিয়ে যাবেন বলে আগেই জানিয়েছেন কার্লোস তেভেস। সে লক্ষ্যে এবার পেতে পারেন বাড়তি প্রেরণা। বিশ্বকাপের আগে এই ফরোয়ার্ডের মতো খেলোয়াড়দের দলে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কোচ হোর্হে সাম্পাওলি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2018, 12:58 PM
Updated : 31 Jan 2018, 12:58 PM

চলতি মাসের শুরুতে চাইনিজ সুপার লিগের ক্লাব সাংহাই সেনহুয়া থেকে শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে ফেরেন তেভেস। তৃতীয় মেয়াদে ক্লাবটিতে ফিরে গত রোববার কোলনের বিপক্ষে দলের ২-০ গোলের জয়ে পুরো সময় খেলেন ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়।

তবে জাতীয় দলে হারানো জায়গা ফিরে পাওয়াটা তেভেসের জন্য বেশ কঠিনই হবে। সাম্প্রতিক সময়ে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আক্রমণভাগে নিয়মিত নামগুলো হলো লিওনেল মেসি, পাওলো দিবালা, সের্হিও আগুয়েরো, গনসালো হিগুয়াইন ও মাউরো ইকার্দির মতো খেলোয়াড়রা। তবে তেভেসের মতো দীর্ঘদিন ধরে বাইরে থাকা খেলোয়াড়দের আশার কথা শুনিয়েছেন সাম্পাওলি।

"তেভেস যদি নিজেকে মেলে ধরতে পারে তাকে মূল্যায়ন করা হবে। তার গুণাগুণ সম্পর্কে কারো অজানা নয়। আমি যখন সেভিয়ার কোচ ছিলাম তখন চ্যাম্পিয়ন্স লিগের জন্য তাকে নিতে চেয়েছিলাম। জ্বলে ওঠা যেকোনো খেলোয়াড়কেই নিবিড়ভাবে দেখা হবে।"