হিগুয়াইনের গোলে ফাইনালের পথে ইউভেন্তুস

আতালান্তার বিপক্ষে ইতালিয়ান কাপের সেমি-ফাইনালের প্রথম লেগে গনসালো হিগুয়াইনের একমাত্র গোলে জিতেছে ইউভেন্তুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2018, 08:36 AM
Updated : 31 Jan 2018, 08:40 AM

মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই জয়সূচক গোলটি করেন হিগুয়াইন। বল পায়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

২৫তম মিনিটে ডি-বক্সে মরক্কোর ডিফেন্ডার বেনাতিয়ার হাতে বল লাগলে পেনাল্টির জোরালো আবেদন করে আতালান্তার খেলোয়াড়রা। পরে ভিডিও রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগটা অবশ্য কাজে লাগাতে পারেনি তারা। আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দ্রো গোমেসের স্পট কিক ঠেকিয়ে দেন দুদিন আগে ৪০ বছর পূর্ণ করা ইতালিয়ান গোলরক্ষক জানলুইজি বুফ্ফন।

টানা চতুর্থবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জয়ের লক্ষ্যে থাকা ইউভেন্তুসের মাঠে আগামী ২৮ ফেব্রুয়ারি হরে ফিরতি পর্ব।

শেষ চারের আরেক লড়াইয়ের প্রথম লেগে বুধবার রাতে মুখোমুখি হবে এসি মিলান ও লাৎসিও।