সম্মান পেয়ে আপ্লুত মেসি বললেন, তার জীবনের প্রাপ্তিগুলো ছাড়িয়ে গেছে স্বপ্নকেও।
সোমবার কাতালান ক্লাবটির সঙ্গে ২০২২ সাল পর্যন্ত নতুন চুক্তি করা পিকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
১৪ মৌসুমে বার্সেলোনার হয়ে মোট ২৯টি শিরোপা জিতেছেন মেসি। চলতি মৌসুমেও দারুণ ফর্মে আছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। পিকের মতে, কাম্প নউয়ের ক্লাবটির ওই সব সাফল্যের কাণ্ডারি মেসি।
“বার্সেলোনার সেরা প্রজন্মের চাবিকাঠি মেসি। আমরা শুধু তাকে অনুসরণ করি। যদি আমাদের এসব শিরোপা জয়ে খুব গুরুত্বপূর্ণ কেউ থাকে তাহলে সেটা মেসি।”
“আমরা তাকে সাহায্য করার চেষ্টা করি। কারণ শিরোপা জেতার জন্য তার একটা দল দরকার।”
লা লিগায় ১১ পয়েন্টের ব্যবধানে শীর্ষে থাকা বার্সেলোনা আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে ভালেন্সিয়ার বিপক্ষে খেলবে।