হালেপকে হারিয়ে চ্যাম্পিয়ন কারোলিন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2018 05:32 PM BdST Updated: 27 Jan 2018 06:53 PM BdST
অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন কারোলিন ভজনিয়াৎস্কি। সিমোনা হালেপকে হারিয়ে ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেয়েছেন ডেনমার্কের এই খেলোয়াড়।
শনিবার মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় শিরোপা নির্ধারণী ম্যাচে ৭-৬, ৩-৬, ৬-৪ গেমে জিতেন র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শুরু করা এই খেলোয়াড়।

ডেনমার্কের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন ভজনিয়াৎস্কি। এর আগে ২০০৯ ও ২০১৪ সালে ইউএস ওপেনে ফাইনালে উঠলেও খালি হাতে ফিরতে হয়েছিল ২০১০ ও ২০১১ সালে র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করা এই খেলোয়াড়কে।

২৬ বছর বয়সী হালেপের উদ্দেশে চ্যাম্পিয়ন ভজনিয়াৎস্কি বলেন, "আমি সিমোনাকে অভিনন্দন জানাতে চাই। জানি, দিনটা তার জন্য কঠিন। আমি দুঃখিত, আমাকে জিততে হতো। তবে আমি নিশ্চিত, ভবিষ্যতে আমরা অনেক ম্যাচ খেলবো। এটা অবিশ্বাস্য একটা ম্যাচ ছিল, অবিশ্বাস্য এক লড়াই।"
সিমোনা বলেন, "অবশ্যই আমার মন খারাপ। তবে কারোলিন আমার চেয়ে ভালো খেলেছে। আমি লড়াই করে যাব। আমার অনেক বছর পাড়ি দেওয়ার বাকি। আশা করি, আজকের মতো আমরা আরেকটি চ্যালেঞ্জে মুখোমুখি হবো।"
-
রোলা গাঁরো থেকে বিদায় ইউএস ওপেনের বিস্ময় রাডুকানুর
-
দেখিয়ে দিতে চান আজার
-
সালাউদ্দিনের ‘সিম্পল চাওয়া’
-
রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়েই ভবিষ্যৎ নিয়ে ভাববেন মিনামিনো
-
চোটে কিংসের চার জনকে নিয়ে অনিশ্চয়তা
-
'ঘটনাচক্রে ফাইনালে আসিনি, লিভারপুলের জন্য রিয়াল প্রস্তুত'
-
সেরা কোচের দুই স্বীকৃতি পেলেন ক্লপ
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ