ঢাকা ওপেনের চ্যাম্পিয়ন সিদ্দিকুর

শুরু থেকে শেষ পর্যন্ত ছন্দ ধরে রেখে ঢাকা ওপেনের চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2018, 09:43 AM
Updated : 27 Jan 2018, 12:38 PM

কুর্মিটোলা গলফ কোর্সে শনিবার চারটি বার্ডি ও দুটি বোগি করেন সিদ্দিকুর। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৪ শট কম খেলে সেরা হয়েছেন তিনি।

দ্বিতীয় রাউন্ডে শীর্ষে ওঠার পর শেষ পর্যন্ত এগিয়ে থেকে সেরা হওয়া এই গলফার জিতেছেন সাড়ে ১০ হাজার ডলার।

ঢাকা ওপেন জিতে দারুণ খুশি সিদ্দিকুর জানালেন, ২০১৮ সালে ফিটনেস ধরে রেখে নিজের সেরাটা মেলে ধরাই লক্ষ্য তার।

“এই জয়ে আমি ভীষণ আপ্লুত। কেননা, এটা আমার জন্য দারুণ একটা সপ্তাহ ছিল।”

“এই জয় অবশ্যই আমাকে ২০১৮ সালে অনেক সাহায্য করবে। আমি সামনের এশিয়ান ট্যুরের ব্যস্ত সূচির দিকে তাকিয়ে আছি।”

“২০১৮ সাল নিয়ে আমার লক্ষ্য ফিট থাকা। যদি সেটা থাকতে পারি, তাহলে উন্নতির জন্য আমি কঠোর পরিশ্রম করতে পারব। গত কয়েকদিন আমি চোটের কারণে খুব বেশি অনুশীলন করতে পারিনি কিন্তু ধীরে ধীরে শরীরের উন্নতি হচ্ছে। আশা করি ব্যাথা ছাড়া আমি খেলতে এবং অনুশীলন করতে পারব।”

পারের চেয়ে ১০ শট কম খেলে এই আসরে দ্বিতীয় হয়েছেন সুইডেনের গলফার ম্যালকম কোকোচিনস্কি। পারের চেয়ে ৯ শট কম খেলে তৃতীয় ভারতের শঙ্কর দাস।

পারের চেয়ে ৭ শট কম খেলে চতুর্থ হয়েছেন বাংলাদেশের আকবর হোসেন।