অস্ট্রেলিয়ান ওপেন শেষ নাদালের

মারিন সিলিচের বিপক্ষে লড়াইটা তার বেশ জমে উঠেছিল; কিন্তু শেষ করতে পারলেন না। চোটের কাছে হার মানলেন রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার-ফাইনালে শেষ হলো বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়ের পথচলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2018, 02:08 PM
Updated : 24 Jan 2018, 05:10 AM

নাদালের বিদায়ে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠেছেন ষষ্ঠ বাছাই ক্রোয়েশিয়ার সিলিচ।

মেলবোর্ন পার্কে সোমবার বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় নাদালের বিপক্ষে দারুণ খেলছিলেন সিলিচ। ৩-৬, ৬-৩, ৬-৭, ৬-২, ২-০ গেমে ছিলেন এগিয়ে। এরপর সরে দাঁড়ান ১৬টি গ্র্যান্ড জয়ী নাদাল।

সেমি-ফাইনালে ২৯ বছর বয়সী সিলিচ লড়বেন ব্রিটেনের কাইল এডমুন্ডের সঙ্গে।

তৃতীয় বাছাই বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে ৬-৪, ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠেছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৪৯তম খেলোয়াড় এডমুন্ড।

মেয়েদের এককে শেষ আটে অঘটনের শিকার হয়েছেন চতুর্থ বাছাই এলিনা স্ভিতোলিনা। মাত্র ৭৩ মিনিটে ইউক্রেনের এই খেলোয়াড়কে সরাসরি ৬-৪, ৬-০ গেমে উড়িয়ে শেষ চারে ওঠেন অবাছাই বেলজিয়ামের এলিসা মের্টেন্স।