অর্থের লিগে রিয়াল-বার্সাকে হারিয়ে ফের 'চ্যাম্পিয়ন' ম্যানইউ

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে ছাড়িয়ে গত মৌসুমেও ফুটবল ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2018, 12:21 PM
Updated : 23 Jan 2018, 01:00 PM

শীর্ষ অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান ডেলোয়েটের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬-১৭ মৌসুমে ইউনাইটেডের আয় ৬৭ কোটি ৬৩ লাখ ইউরো। ১৭ লাখ ইউরো কম নিয়ে দ্বিতীয় স্থানে গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল। আয়ের তালিকায় শীর্ষ দুই দলের মধ্যে গত ২১ বছরে এটাই সবচেয়ে কম ব্যবধান।

আয়ের দৌড়ে এই নিয়ে দশবার শীর্ষস্থান অর্জন করল গত মৌসুমে ইউরোপা লিগ জয়ী ইউনাইটেড।

গত মৌসুমে আয়ের হিসেবে ইউনাইটেডের পিছনে দ্বিতীয় স্থানে ছিল বার্সেলোনা। তবে এবার ৬৪ কোটি ৮৩ লাখ ইউরো নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে কাতালান ক্লাবটি।

৫৮ কোটি ৭৮ লাখ ইউরো আয়ে তালিকায় চতুর্থ স্থানে আছে বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার সিটি; ক্লাবটির আয় ৫২ কোটি ৭৭ লাখ ইউরো। তালিকায় শীর্ষ ২০ ক্লাবের মধ্যে ১০ টি ইংলিশ প্রিমিয়ার লিগের, যা একটি রেকর্ড।

ডেলোয়েট ফুটবল মানি লিগের শীর্ষ ১০ ক্লাব:

০১. ম্যানচেস্টার ইউনাইটেড (ইংল্যান্ড): ৬৭ কোটি ৬৩ লাখ

০২. রিয়াল মাদ্রিদ (স্পেন): ৬৭ কোটি ৪৬ লাখ ইউরো

০৩. বার্সেলোনা (স্পেন): ৬৪ কোটি ৮৩ লাখ ইউরো

০৪. বায়ার্ন মিউনিখ (জার্মানি): ৫৮ কোটি ৭৮ লাখ ইউরো

০৫. ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড): ৫২ কোটি ৭৭ লাখ ইউরো

০৬. আর্সেনাল (ইংল্যান্ড): ৪৮ কোটি ৭৬ লাখ ইউরো

০৭. পিএসজি (ফ্রান্স): ৪৮ কোটি ৬২ লাখ ইউরো

০৮. চেলসি (ইংল্যান্ড): ৪২ কোটি ৮০ লাখ ইউরো

০৯. লিভারপুল (ইংল্যান্ড): ৪২ কোটি ৪২ লাখ ইউরো

১০. ইউভেন্তুস (ইতালি): ৪০ কোটি ৫৭ লাখ ইউরো