জোকোভিচের বিদায়, শেষ আটে ফেদেরার

অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলো থেকে ছিটকে গেছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। সুইজারল্যান্ডের রজার ফেদেরার উঠেছেন কোয়ার্টার-ফাইনালে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2018, 12:58 PM
Updated : 22 Jan 2018, 12:58 PM
সোমবার মেলবোর্ন পার্কে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৫৮তম দক্ষিণ কোরিয়ার চুং হিউনের বিপক্ষে তিন ঘণ্টা ২১ মিনিটের লড়াইয়ে ৭-৬, ৭-৫, ৭-৬ গেমে হারেন টুর্নামেন্টের ছয়বারের চ্যাম্পিয়ন জোকোভিচ।

প্রথম কোরিয়ান খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার-ফাইনালে উঠলেন ২১ বছর বয়সী হিউন।

কনুইয়ের চোটের কারণে ২০১৭ উইম্বলডনের পর গত বছর আর কোর্টে না নামা জোকোভিচকে হিউনের বিপক্ষে ম্যাচেও ভুগতে দেখা গেছে। প্রথম সেটের পর ডান কনুইয়ে চিকিৎসা নেন তিনি। ম্যাচের বাকি সময়ে তার চোখে-মুখে ব্যথার ছাপ ছিল স্পষ্ট।

শেষ আটে হিউন মুখোমুখি হবেন টুর্নামেন্টের আরেক চমক টেনিস স্যান্ডগ্রেনের। পঞ্চম বাছাই অস্ট্রিয়ার ডমিনিক টিমকে পাঁচ সেটের লড়াইয়ে ৬-২, ৪-৬, ৭-৬, ৬-৭, ৬-৩ গেমে হারান বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৯৬তম স্থানে থাকা ২৬ বছর বয়সী যুক্তরাষ্ট্রের স্যান্ডগ্রেন।

ফেদেরার সরাসরি সেটে জিতে শেষ আটে উঠেছেন। হাঙ্গেরির মার্তোন ফুসোভিচকে ৬-৪, ৭-৬, ৬-২ গেমে উড়িয়ে দেন গতবারের চ্যাম্পিয়ন।

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে চেক রিপাবলিকের টমাস বের্দিচের মুখোমুখি হবেন রেকর্ড ১৯টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ৩৬ বছর বয়সী ফেদেরার।

মেয়েদের এককে সরাসরি সেটে জিতে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই সিমোনা হালেপ। জাপানের নাওমি ওসাকাকে ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন রোমানিয়ার এই খেলোয়াড়।

কোয়ার্টার-ফাইনালে আরও উঠেছেন আগের রাউন্ডে মারিয়া শারাপোভাকে হারানো জার্মানির আঞ্জেলিক কেরবার।