রিয়ালের বিশাল জয়ে রোনালদো-বেলের গোল

লা লিগায় তিন ম্যাচ পর জালের দেখা পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ এই ফরোয়ার্ডের মতো দুটি করে গোল করলেন গ্যারেথ বেল ও নাচো ফের্নান্দেসও। দেপোর্তিভো লা করুনাকে উড়িয়ে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2018, 05:05 PM
Updated : 21 Jan 2018, 10:46 PM

সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার স্থানীয় সময় বিকালে শুরু হওয়া ম্যাচে দেপোর্তিভোকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। অগাস্টে এই দলের মাঠে ৩-০ ব্যবধানে জিতে লিগে যাত্রা শুরু করেছিল গতবারের চ্যাম্পিয়নরা।

লিগে তিন ম্যাচ পর জিতল রিয়াল। গত ২৩ ডিসেম্বর বার্সেলোনার কাছে ৩-০ গোলে হারের পর সেল্তা ভিগোর সঙ্গে ২-২ ড্র করে জিদানের দল। আর গত সপ্তাহে ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে হেরেছিল স্পেনের সফলতম ক্লাবটি।

ম্যাচের প্রথম ১০ মিনিটে দুটি সুযোগ হারায় রিয়াল। চতুর্থ মিনিটে গ্যারেথ বেলের ক্রসে রোনালদোর হেড ক্রসবারের উপর দিয়ে যায়। দুই মিনিট পর বোরহা মায়োরালের শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক রুবেন।

২৩তম মিনিটে প্রথম সুযোগ পেয়েই এগিয়ে যায় দেপোর্তিভো। বাঁ-দিক থেকে ডি-বক্সে ঢুকে লুকাস পেরেসের গোলমুখে বাড়ানো বল জালে ঠেলে দেন স্প্যানিশ ফরোয়ার্ড আদ্রিয়ান লোপেস।

পাঁচ মিনিট পর রোনালদোর কোনাকুনি হেড ঝাঁপিয়ে ঠেকান রুবেন। খানিক পর কাসেমিরোর হেড হয় লক্ষ্যভ্রষ্ট।

৩১তম মিনিটে আবারও রিয়ালকে হতাশ করেন রুবেন। মার্সেলোর শট স্প্যানিশ এই গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে। পরের মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় রিয়াল। মার্সেলোর সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে কোনাকুনি শটে দলকে সমতায় ফেরান ফের্নান্দেস।

৪২তম মিনিটে চমৎকার এক গোলে দলকে এগিয়ে দেন বেল। বাঁ দিক থেকে মার্সেলোর ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের দারুণ বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে এবারের লিগে নিজের পঞ্চম গোলটি করেন ওয়েলসের এই ফরোয়ার্ড। বল পোস্টের ভিতরের কানায় লেগে ভেতরে ঢোকে।

৫৮তম মিনিটে খুব কাছ থেকে কাসেমিরোর হেড দারুণ নৈপুণ্যে ঠেকান রুবেন। এর কয়েক সেকেন্ড পরেই টনি ক্রুসের কর্নারে হেডে ব্যবধান বাড়ান বেল। চলতি মৌসুমের লিগে ওয়েলসের এই ফরোয়ার্ডের ষষ্ঠ ও সব প্রতিযোগিতা মিলিয়ে নবম গোল।

৬৬তম মিনিটে বোরহা মায়োরালকে তুলে নিয়ে করিম বেনজেমাকে নামান কোচ। ফলে মৌসুমে প্রথমবারের মতো মাঠে একসঙ্গে দেখা যায় ‘বিবিসি’ ত্রয়ীকে।

১০ মিনিট পর ডান দিক থেকে বেলের বাড়ানো বল ব্যাকহিল করে পিছনে বাড়ান রোনালদো। আর ডি-বক্সের বেশ বাইরে থেকে জোরালো শটে ব্যবধান আরও বাড়ান লুকা মদ্রিচ।

৭৮তম মিনিটে অবশেষে গোলের দেখা পান রোনালদো। ডান দিক থেকে কাসেমিরোর ক্রসে ভলিতে লক্ষ্যভেদ করেন তিনি। ছয় মিনিট পর লুকাস ভাসকেসের ক্রসে ডাইভিং হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

তবে হেড করতে গিয়ে আহত হন রোনালদো। বল ঠেকাতে পা বাড়িয়েছিলেন এক ডিফেন্ডার। তার বুটের আঘাতে রক্তে মাখামাখি হয় তার মুখ।

৮৮তম মিনিটে রাফায়েল ভারানের হেডে বাড়ানো বল ধরে নিজের দ্বিতীয় গোলে দেপোর্তিভোর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন স্প্যানিশ ডিফেন্ডার ফের্নান্দেস।

১৯ ম্যাচে ১০ জয় ও পাঁচ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে রিয়াল। ১ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে এক ম্যাচ বেশি খেলা ভিয়ারিয়াল।

দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪৩। ৩ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে ভালেন্সিয়া।