শেষ ষোলোয় ফেদেরার-জোকোভিচ, শারাপোভার বিদায়

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে প্রত্যাশিত জয় পেয়েছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও সার্বিয়ার নোভাক জোকোভিচ। বিদায় নিয়েছেন রাশিয়ার মারিয়া শারাপোভা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2018, 04:20 PM
Updated : 20 Jan 2018, 04:20 PM

সরাসরি গেমে জিতে শেষ ষোলোয় উঠেছেন ফেদেরার ও জোকোভিচ।

মেলবোর্ন পার্কে শনিবার ফ্রান্সের রিচার্ড গাসকেকে ৬-২, ৭-৫, ৬-৪ গেমে হারান প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন দ্বিতীয় বাছাই ফেদেরার।

পাঁচটি অস্ট্রেলিয়ান ওপেন সহ ১৯ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ৩৬ বছর বয়সী ফেদেরার কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে হাঙ্গেরির মার্তন ফুচভিচের মুখোমুখি হবেন।

দীর্ঘদিন চোটের কারণে বাইরে থাকা জোকোভিচ ৬-২, ৬-৩, ৬-৩ গেমে হারান স্পেনের আলবের্ত রামোসকে।

কনুইয়ের চোটের কারণে ২০১৭ উইম্বলডনের পর থেকে গত বছরের বাকি সময় আর খেলেননি অস্ট্রেলিয়ান ওপেনে ছয়বার ও মোট ১২ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন।  অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই কোর্টে ফেরা চতুর্দশ বাছাই জোকোভিচ শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়ার হাইওন চংয়ের মুখোমুখি হবেন।

মেয়েদের এককে তৃতীয় রাউন্ডেই থামতে হলো শারাপোভাকে। প্রতিযোগিতাটির সাবেক শিরোপা জয়ীকে মাত্র ৬৪ মিনিটে ৬-১, ৬-৩ গেমে উড়িয়ে দেন ২১তম বাছাই জার্মানির আঞ্জেলিক কেরবার।

২০১৬ সালের চ্যাম্পিয়ন কেরবার চতুর্থ রাউন্ডে মুখোমুখি হবেন তাইওয়ানের সি তা-ওয়ের সঙ্গে।

ম্যারাথন লড়াইয়ে শেষ ষোলোয় উঠেছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় সিমোনা হালেপ। তিন ঘন্টা ৪৫ মিনিট লড়ে শেষ পর্যন্ত ৪-৬, ৬-৪, ১৫-১৩ গেমে হারান যুক্তরাষ্ট্রের লরেন ডেভিসকে।   শেষ সেট জিততে হালেপের সময় লেগেছে ১৪২ মিনিট।