‘মেসির আসার আগে রোনালদিনিয়োর তুলনীয় কেউ ছিল না’

ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া রোনালদিনিয়োর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পেপ গুয়ার্দিওলা। লিওনেল মেসি দৃশ্যপটে আসার আগ পর্যন্ত ব্রাজিলিয়ান এই খেলোয়াড় অতুলনীয় ছিল বলে মনে করেন ম্যানচেস্টার সিটির কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2018, 12:46 PM
Updated : 20 Jan 2018, 05:30 PM

২০১৫ থেকে কোনো প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ খেলেননি ৩৭ বছর বয়সী রোনালদিনিয়ো। গত মঙ্গলবার তার ভাই ও এজেন্ট বার্সেলোনা ও এসি মিলানের সাবেক এই খেলোয়াড়ের অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা রোনালদিনিয়ো ক্লাব ফুটবলে ক্যারিয়ারের সেরা সময় (২০০৩-০৮) কাটান বার্সেলোনায়। কাম্প নউয়ের ক্লাবটির হয়ে পাঁচ বছরে চ্যাম্পিয়ন্স লিগের একটি শিরোপা ছাড়াও জেতেন দুটি লা লিগা শিরোপা। এর মধ্যে ২০০৫ সালে পান ব্যালন ব্যালন ডি’অর পুরস্কার।

২০০৮ সালে গুয়ার্দিওলা বার্সেলোনার কোচের দায়িত্বে আসার বছরেই ক্লাবটি ছেড়ে এসি মিলানে পাড়ি জমান রোনালদিনিয়ো। ইতালির এই ক্লাবের হয়ে ২০১০-১১ মৌসুমে জেতেন সেরি আ।

রোনালদিনিয়োর প্রশংসায় গুয়ার্দিওলা বলেন, “সে অন্য পর্যায়ের একজন খেলোয়াড় ছিল। সত্যি বলতে, মেসি আসার আগ পর্যন্ত আমি এর আগে কখনই এমন কিছু দেখিনি।”

“ভবিষ্যতে আমি তার মঙ্গল কামনা করি। কেবল বার্সেলোনাতেই তার অসাধারণ প্রভাব ছিল না, বিশ্ব ফুটবলেও ছিল।”

“বার্সেলোনায় দারুণ কিছু বছর কাটিয়েছে সে। দুটি লিগ শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে সে।”