ম্যানসিটির সঙ্গে চুক্তি বাড়ালেন ব্রাজিলের ফের্নান্দিনিয়ো

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়েছেন ফের্নান্দিনিয়ো। ২০২০ সালের জুন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার ক্লাবটিতে থাকবেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2018, 01:33 PM
Updated : 19 Jan 2018, 02:38 PM

পেপ গুয়ার্দিওলা অধীনে সিটির হয়ে দারুণ ফর্মে আছেন ফের্নান্দিনিয়ো। হয়ে উঠেছেন দলটির শুরুর একাদশের নিয়মিত মুখ। ৩২ বছর বয়সী এই খেলোয়াড়কে 'বিশ্বের সেরা তিন মিডফিল্ডারের একজন' হিসেবে উল্লেখ করেছেন সিটি কোচ।   

২০১৩ সালে শাখতার দোনেৎস্ক থেকে সিটিতে নাম লেখানো ফের্নান্দিনিয়ো প্রথম মৌসুমেই জিতেন ইংলিশ প্রিমিয়ার লিগ ও লিগ কাপের শিরোপা। ২০১৬ সালে দলের লিগ কাপ জয়ে ফাইনালে একটি গোল করেছিলেন মাঝ মাঠের এই খেলোয়াড়।

এবারের লিগে সিটির এখন পর্যন্ত খেলা ২৩ ম্যাচের সবকটিতে খেলেছেন ফের্নান্দিনিয়ো। এর মধ্যে শুরুর একাদশে ছিলেন ২২টিতে। ক্লাবটির হয়ে সব মিলিয়ে ২১২ ম্যাচ খেলে ১৯ গোল করেছেন তিনি।