আক্রমণভাগের ব্যর্থতায় হতাশ বার্সা কোচ

কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আক্রমণভাগের ব্যর্থতার কারণে এস্পানিওলের কাছে হারতে হয়েছে বলে মনে করেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2018, 03:12 PM
Updated : 18 Jan 2018, 04:18 PM

বুধবার রাতে এস্পানিওলের মাঠে শেষ মুহূর্তে গোল খেয়ে হারে বার্সেলোনা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার পর ১-০ ব্যবধানে হারলো দলটি।

এর আগে গত অগাস্টে স্প্যানিশ সুপার কাপে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে সবশেষ হেরেছিল বার্সেলোনা।

এস্পানিওলের বিপক্ষে গোলের বেশ কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে বার্সেলোনা। ৬২তম মিনিটে লিওনেল মেসির নেওয়া পেনাল্টি শট ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক দিয়েগো লোপেস।

গোলের সামনে বাজে সব সিদ্ধান্তের কারণেই হারতে হয়েছে বলে মনে করেন ভালভেরদে। স্পট কিকে মেসি ব্যর্থ হওয়ার পর এস্পানিওলের খেলোয়াড় ও তাদের সমর্থকরা আরও উজ্জীবিত হয়ে উঠে বলে মনে করেন তিনি।

"গোল করার পরিস্থিতিগুলোতে আমরা সফল ছিলাম না। এই ফল আমাদের জন্য ভালো নয়। ঘরের মাঠে (ফিরতি লেগ) খেলতে হবে আমাদের। কিন্তু তারাও গোল করতে চেষ্টা করবে। এটা কাপ। আপনাকে শেষ পর্যন্ত খেলতে হবে।"