বার্সায় ২০২২ পর্যন্ত পিকে

বার্সেলোনার সঙ্গে সাড়ে চার বছরের নতুন চুক্তি করতে রাজি হয়েছেন জেরার্দ পিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2018, 02:52 PM
Updated : 18 Jan 2018, 04:19 PM

নতুন চুক্তি অনুযায়ী ২০২২ সালের জুন পর্যন্ত কাম্প নউয়ে থাকবেন এই ডিফেন্ডার। ৩০ বছর বয়সী পিকের বাইআউট ক্লজ হবে ৫০ কোটি ইউরো। 

এ ব্যাপারে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে কাতালান ক্লাবটির ওয়েবসাইটে জানানো হয়েছে।

১৯৯৭ সালে মাত্র ১০ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেওয়া পিকে ক্লাবটির হয়ে খেলেন বিভিন্ন বয়সভিত্তিক দলে। ২০০৪ সালে ক্লাবটির এডাডেমি লা মাসিয়া ছেড়ে নাম লেখান ম্যানচেস্টার ইউনাইটেডে। এর মধ্যে এক মৌসুম ধারে খেলেন লা লিগার ক্লাব সারাগোসার হয়ে। ২০০৮ সালে স্প্যানিশ এই সেন্টার ফিরিয়ে আনেন ওইসময় বার্সেলোনার কোচ পেপ গুয়ার্দিওলা।

কাম্প নউয়ে ফেরার পর অল্প সময়ে ক্লাবটির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন পিকে। বার্সেলোনার হয়ে ৩টি চ্যাম্পিয়ন্স লিগ, ৬টি লা লিগা, ৫টি কোপা দেল রে, ৫টি স্প্যানিশ সুপার কাপ, ৩টি ইউরোপিয়ান সুপার কাপ এবং ৩টি ক্লাব বিশ্বকাপ সহ ২৫টি শিরোপা জিতেছেন তিনি।

কাতালান ক্লাবটির হয়ে এ পর্যন্ত ৪২২ ম্যাচ খেলে ৩৭ গোল করেছেন পিকে। চলতি মৌসুমেও এরনেস্তো ভালভেরদের দলের নিয়মিত মুখ তিনি। এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলে করেছেন ২ গোল।