বার্সায় ২০২২ পর্যন্ত পিকে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2018 08:52 PM BdST Updated: 18 Jan 2018 10:19 PM BdST
বার্সেলোনার সঙ্গে সাড়ে চার বছরের নতুন চুক্তি করতে রাজি হয়েছেন জেরার্দ পিকে।
নতুন চুক্তি অনুযায়ী ২০২২ সালের জুন পর্যন্ত কাম্প নউয়ে থাকবেন এই ডিফেন্ডার। ৩০ বছর বয়সী পিকের বাইআউট ক্লজ হবে ৫০ কোটি ইউরো।
এ ব্যাপারে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে কাতালান ক্লাবটির ওয়েবসাইটে জানানো হয়েছে।
১৯৯৭ সালে মাত্র ১০ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেওয়া পিকে ক্লাবটির হয়ে খেলেন বিভিন্ন বয়সভিত্তিক দলে। ২০০৪ সালে ক্লাবটির এডাডেমি লা মাসিয়া ছেড়ে নাম লেখান ম্যানচেস্টার ইউনাইটেডে। এর মধ্যে এক মৌসুম ধারে খেলেন লা লিগার ক্লাব সারাগোসার হয়ে। ২০০৮ সালে স্প্যানিশ এই সেন্টার ফিরিয়ে আনেন ওইসময় বার্সেলোনার কোচ পেপ গুয়ার্দিওলা।
কাম্প নউয়ে ফেরার পর অল্প সময়ে ক্লাবটির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন পিকে। বার্সেলোনার হয়ে ৩টি চ্যাম্পিয়ন্স লিগ, ৬টি লা লিগা, ৫টি কোপা দেল রে, ৫টি স্প্যানিশ সুপার কাপ, ৩টি ইউরোপিয়ান সুপার কাপ এবং ৩টি ক্লাব বিশ্বকাপ সহ ২৫টি শিরোপা জিতেছেন তিনি।
কাতালান ক্লাবটির হয়ে এ পর্যন্ত ৪২২ ম্যাচ খেলে ৩৭ গোল করেছেন পিকে। চলতি মৌসুমেও এরনেস্তো ভালভেরদের দলের নিয়মিত মুখ তিনি। এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলে করেছেন ২ গোল।
-
তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক, হালেপ-প্লিসকোভার বিদায়
-
টিভিতে আজ
-
পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
-
‘রোল মডেল’ আনচেলত্তিকে হারাতে চান ক্লপ
-
ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরার প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- লিটনের পর সাকিবের বিদায়ে বিপদে বাংলাদেশ
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল