সবার আগে শেষ আটে ফরাশগঞ্জ

স্বাধীনতা কাপে এসে দারুণ চমক দেখালো ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। সবার আগে মৌসুমের শেষ টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে উঠেছে কদিন আগে প্রিমিয়ার লিগ থেকে ছিটকে যাওয়া দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2018, 01:52 PM
Updated : 18 Jan 2018, 01:52 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে ১-১ ড্র করে ফরাশগঞ্জ। নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছিল তারা।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেরা আটে খেলা নিশ্চিত করেছে প্রতিযোগিতাটির ২০১১ সালের চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ। ১ পয়েন্ট মুক্তিযোদ্ধার। গ্রুপের অপর দল ব্রাদার্স এখনও কোনো পয়েন্ট পায়নি।

২৫তম মিনিটে প্রতিপক্ষের ভুলে এগিয়ে যায় ফরাশগঞ্জ। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পা হয়ে বল গিয়ে পড়ে ডি বক্সের সামনে থাকা মোহাম্মদ আলমগীরের পায়ে। নিখুঁত শটে সুযোগটি কাজে লাগান ফরাশগঞ্জের এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে মুক্তিযোদ্ধা। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা ফরোয়ার্ড আমিরুল ইসলামের শট আগুয়ান গোলরক্ষককে বোকা বানিয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়।

৮৫তম মিনিটে বদলি ফরোয়ার্ড আব্দুল মালেকের জোরালো শট শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে ফরাশগঞ্জের ত্রাতা গোলরক্ষক মামুন আলিফ। শেষ পর্যন্ত সমতায় শেষ হয় ম্যাচটি।

বৃহস্পতিবার প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবকে গোলশূন্য ড্রয়ে রুখে দেয় আরামবাগ ক্রীড়া সংঘ।