সাইফ স্পোর্টিংকে রুখে দিল আরামবাগ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2018 07:49 PM BdST Updated: 18 Jan 2018 07:49 PM BdST
স্বাধীনতা কাপে আবারও হোঁচট খেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে গোলশূন্য ড্র করেছে চতুর্থ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করা দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচের প্রথমার্ধে আরামবাগই ছিল আক্রমণে এগিয়ে। কিন্তু গোলের দেখা মেলেনি। ২০তম মিনিটে মোহাম্মদ জুয়েলের বাড়ানো বলে আবু সুফিয়ান সুফিলের শট ফেরান গোলরক্ষক আনিসুর রহমান। ৪২তম মিনিটে শাহরিয়ার বাপ্পীর ক্রসে আরাফাত হোসেনের হেড অল্পের জন্য ক্রসবার উঁচিয়ে বেরিয়ে যায়।
উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ ড্র করা সাইফ স্পোর্টিং দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু মতিন মিয়া-জুয়েল রানারা প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে পারছিলেন না। ৬৫তম মিনিটে মোহাম্মদ স্বাধীন এক ডিফেন্ডারের গায়ে মেরে সুযোগ হারান। পাঁচ মিনিট পর জুয়েলের দুর্বল প্লেসিং শটও লক্ষে পৌঁছায়নি।
৮৬তম মিনিটে সুফিলের কর্নারের পর সতীর্থের ব্যাক হিল থেকে পাওয়া বলে আতিকুজ্জামানের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে আরামবাগের আরেকটি ভালো সুযোগ নষ্ট হয়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দলটির ডিফেন্ডার আরিফের শট দূরের পোস্ট দিয়ে বেরিয়ে গেলে গোলশূন্য ড্রয়ে শেষ হয় ম্যাচ।
দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে রয়েছে সাইফ। ১ করে পয়েন্ট চট্টগ্রাম আবাহনী ও আরামবাগের।
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- মুকুল বোস মারা গেছেন
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও