পিএসজির গোল উৎসবে নেইমারের ৪

চোট কাটিয়ে ফেরা নেইমার খেলবেন কি না-সেটাই নিশ্চিত ছিল না। তবে সব শঙ্কা দূরে ঠেলে নামলেন ম্যাচের শুরুতেই। করলেন চার গোল। ফুটবল বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের এমন দাপুটে পারফরম্যান্সের রাতে পিএসজিও পেল বিশাল এক জয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2018, 09:53 PM
Updated : 18 Jan 2018, 04:20 PM

নেইমারের পাশাপাশি জোড়া গোল করেছেন আনহেল দি মারিয়া। একটি করে গোল এদিনসন কাভানি ও কিলিয়ান এমবাপের। আক্রমণভাগের এমন নৈপুণ্যে বুধবার রাতে লিগ ওয়ানে দিজোঁকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।

নিজেদের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। বাঁ দিকের ডি-বক্সের ওপর থেকে দি মারিয়ার বাঁ পায়ের বাঁকানো শট দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়।

পঞ্চদশ মিনিটে কাভানি-নেইমার-দি মারিয়া ত্রয়ীর মিলিত প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে নেইমারকে বাড়ান কাভানি। আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নেওয়া শট দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে টোকা দিয়ে জালে জড়িয়ে দেন দি মারিয়া।

২১তম মিনিটে ডান দিক থেকে দি মারিয়ার বাড়ানো ক্রসে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন কাভানি। এ গোল দিয়েই জ্লাতান ইব্রাহিমোভিচের পিএসজির হয়ে গড়া সর্বোচ্চ ১৫৬ গোলের রেকর্ডে ভাগ বসান উরুগুয়ের এই ফরোয়ার্ড।

নেইমার গোলের খাতা খোলেন বিরতির খানিক আগে। ডি-বক্সের একটু ওপর থেকে তার বাঁকানো ফ্রি-কিক ফেরানোর কোনো সুযোগই পাননি গোলরক্ষক।

বিরতির পরও সমান গতিতে ছোটে পিএসজি। ৫৭তম মিনিটে ইউরি বেরচিচের শট এক ডিফেন্ডার পুরোপুরি বিপদমুক্ত করতে ব্যর্থ হলে নেইমার বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন। একটু পর গোলরক্ষকের গায়ে বল মেরে হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করেন বার্সেলোনার সাবেক তারকা।

৭৩তম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। পিএসজির হয়ে এটাই তার প্রথম হ্যাটট্রিক। চার মিনিট পর নেইমারের বাড়ানো বল জালে জড়ান তরুণ ফরাসি ফরোয়ার্ড এমবাপে।

৮৩তম মিনিটে স্পট কিক থেকে নিজের চতুর্থ গোলটি করেন নেইমার। এ নিয়ে চলতি লিগে ১৫ গোল হলো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

২১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লিওঁর চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে উনাই এমেরির দল।