নেইমারের পাশাপাশি জোড়া গোল করেছেন আনহেল দি মারিয়া। একটি করে গোল এদিনসন কাভানি ও কিলিয়ান এমবাপের। আক্রমণভাগের এমন নৈপুণ্যে বুধবার রাতে লিগ ওয়ানে দিজোঁকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।
নিজেদের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। বাঁ দিকের ডি-বক্সের ওপর থেকে দি মারিয়ার বাঁ পায়ের বাঁকানো শট দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়।
২১তম মিনিটে ডান দিক থেকে দি মারিয়ার বাড়ানো ক্রসে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন কাভানি। এ গোল দিয়েই জ্লাতান ইব্রাহিমোভিচের পিএসজির হয়ে গড়া সর্বোচ্চ ১৫৬ গোলের রেকর্ডে ভাগ বসান উরুগুয়ের এই ফরোয়ার্ড।
নেইমার গোলের খাতা খোলেন বিরতির খানিক আগে। ডি-বক্সের একটু ওপর থেকে তার বাঁকানো ফ্রি-কিক ফেরানোর কোনো সুযোগই পাননি গোলরক্ষক।
৭৩তম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। পিএসজির হয়ে এটাই তার প্রথম হ্যাটট্রিক। চার মিনিট পর নেইমারের বাড়ানো বল জালে জড়ান তরুণ ফরাসি ফরোয়ার্ড এমবাপে।
২১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লিওঁর চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে উনাই এমেরির দল।