পিএসজির গোল উৎসবে নেইমারের ৪
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2018 03:53 AM BdST Updated: 18 Jan 2018 10:20 PM BdST
চোট কাটিয়ে ফেরা নেইমার খেলবেন কি না-সেটাই নিশ্চিত ছিল না। তবে সব শঙ্কা দূরে ঠেলে নামলেন ম্যাচের শুরুতেই। করলেন চার গোল। ফুটবল বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের এমন দাপুটে পারফরম্যান্সের রাতে পিএসজিও পেল বিশাল এক জয়।
নেইমারের পাশাপাশি জোড়া গোল করেছেন আনহেল দি মারিয়া। একটি করে গোল এদিনসন কাভানি ও কিলিয়ান এমবাপের। আক্রমণভাগের এমন নৈপুণ্যে বুধবার রাতে লিগ ওয়ানে দিজোঁকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।
নিজেদের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। বাঁ দিকের ডি-বক্সের ওপর থেকে দি মারিয়ার বাঁ পায়ের বাঁকানো শট দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়।

২১তম মিনিটে ডান দিক থেকে দি মারিয়ার বাড়ানো ক্রসে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন কাভানি। এ গোল দিয়েই জ্লাতান ইব্রাহিমোভিচের পিএসজির হয়ে গড়া সর্বোচ্চ ১৫৬ গোলের রেকর্ডে ভাগ বসান উরুগুয়ের এই ফরোয়ার্ড।
নেইমার গোলের খাতা খোলেন বিরতির খানিক আগে। ডি-বক্সের একটু ওপর থেকে তার বাঁকানো ফ্রি-কিক ফেরানোর কোনো সুযোগই পাননি গোলরক্ষক।

৭৩তম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। পিএসজির হয়ে এটাই তার প্রথম হ্যাটট্রিক। চার মিনিট পর নেইমারের বাড়ানো বল জালে জড়ান তরুণ ফরাসি ফরোয়ার্ড এমবাপে।

২১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লিওঁর চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে উনাই এমেরির দল।
-
তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক, হালেপ-প্লিসকোভার বিদায়
-
পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
-
‘রোল মডেল’ আনচেলত্তিকে হারাতে চান ক্লপ
-
ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরার প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
-
রিয়ালের সঙ্গে হিসাব চুকাতে চান সালাহ
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- দেখিয়ে দিতে চান আজার
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক