রোনালদিনিয়োকে নেইমারের অভিবাদন

ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়া রোনালদিনিয়োকে অভিবাদন জানিয়েছেন ব্রাজিল ও পিএসজি ফরোয়ার্ড নেইমার। তার মতে, তার স্বদেশি ও বার্সেলোনার সাবেক এই তারকার মতো শৈল্পিক ফুটবলার আর নাও পাওয়া যেতে পারে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2018, 04:46 PM
Updated : 17 Jan 2018, 05:45 PM

মঙ্গলবার রোনালদিনিয়োর অবসর নেওয়াটা নিশ্চিত করেন তার ভাই ও এজেন্ট রবের্তো আসিস।

২০১৫ সাল থেকে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যায়নি ব্রাজিলের হয়ে ১০১ ম্যাচে ৩৫ গোল করা রোনালদিনিয়োকে। ২০০২ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্য বার্সেলোনার হয়ে জেতেন একটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা শিরোপা। ২০০৫ সালে পান ব্যালন ডি’অর পুরস্কার। ২০১০-১১ মৌসুমে এসি মিলানের সেরি আ জয়ে বড় অবদান ছিল এই অ্যাটাকিং মিডফিল্ডারের।

অসাধারণ খেলার স্টাইলে চলতি শতকের শুরুর দিকে নিজেকে ফুটবলের সবচেয়ে উজ্জ্বল তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেন রোনালদিনিয়ো।

রোনালদিনিয়োর পথ ধরে হাঁটছেন নেইমারও। সাবেক সতীর্থের অবসরের খবর শুনে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন বিশ্বের সবচেয়ে দামি এই খেলোয়াড়।

“আপনার ইতিহাসের অংশ হতে পারাটা কতই না সম্মানের। মাঠে আপনার আনন্দ-উচ্ছ্বাস আমি সবসময় মনে রাখবো।”

“ফুটবলপ্রেমীদের জন্য আপনি যা করেছেন এর সবকিছুর জন্য ধন্যবাদ।”

রোনালদিনিয়োর অবসরে অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাকে অভিবাদন জানিয়েছেন ব্রাজিল ফুটবলের কিংবদন্তি পেলেসহ আরও অনেকে।