দিজোঁর বিপক্ষে ‘ফিরতে পারেন’ নেইমার

চোট কাটিয়ে ওঠা নেইমার লিগ ওয়ানে দিজোঁর বিপক্ষে ম্যাচে ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন পিএসজির কোচ উনাই এমেরি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2018, 03:57 PM
Updated : 16 Jan 2018, 03:57 PM

গত বুধবার ফরাসি লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে আমিয়াঁর বিপক্ষে ম্যাচে নেইমার পাঁজরে আঘাত পেয়েছেন বলে সংবাদমাধ্যমে খবর আসে। পিএসজির পক্ষ থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ফিটনেস সমস্যার কথা বলা হয়েছিল।

পরে রোববার লিগে নঁতের বিপক্ষে নেইমারকে ছাড়া খেলতে নামে পিএসজি। ম্যাচটি ১-০ গোলে জিতে তারা।

বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় লিগে ঘরের মাঠে দিজোঁর বিপক্ষে খেলবে পিএসজি। এর আগে সোমবার দলের সঙ্গে অনুশীলন করেন নেইমার। আর মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসছে ম্যাচে তার ফেরার সম্ভাবনার কথা জানান এমেরি।

“কয়েক দিন সে পাঁজরে ব্যথা অনুভব করবে। তবে সে সোমবার অনুশীলন শেষ করেছে এবং আমরা দেখব, সে কেমন বোধ করে।”

“আমি ডাক্তার নই। সাধারণত তার এক বা দুই সপ্তাহ বাইরে থাকা উচিত। কারণ আবারও গুতো লাগলে সে ব্যথা পেতে পারে।”

“স্বাভাবিকভাবে সে আগামীকালের জন্য প্রস্তুত থাকবে। হয়তো আজ আবারও সে আঘাত পেতে পারে এবং ফের ব্যথা পেতে পারে।”

২০ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।