সোসিয়েদাদের মাঠে জয় খরা কাটিয়ে বার্সার স্বস্তি

রিয়াল সোসিয়েদাদের মাঠে লা লিগার ম্যাচে বার্সেলোনা দীর্ঘ দিনের জয় খরা কাটানোয় খুশি দলটির কোচ এরনেস্তো ভালভেরদে। দল দারুণ ছন্দে থাকলেও শিষ্যদের মাটিতে পা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2018, 11:05 AM
Updated : 15 Jan 2018, 11:09 AM

রোববার রাতে সোসিয়েদাদের মাঠ আনোয়েতায় প্রথমে দুই গোল খেয়ে বসলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ৪-২ ব্যবধানে দারুণ জয় তুলে নেয় বার্সেলোনা।

লিগে গত ১১ বছরের মধ্যে এই প্রতিপক্ষের মাঠে কাতালান ক্লাবটির এটা প্রথম জয়। এখানে আগের সাত ম্যাচের পাঁচটিতে হেরেছিল বার্সেলোনা, বাকি দুটি ড্র।

২০০৭ সালের পর স্পেনের শীর্ষ লিগে সোসিয়েদাদের মাঠে বার্সেলোনার প্রথম এই জয়কে শাপ মুক্তি হিসেবে দেখছেন ভালভেরদে।

"(আনোয়েতা) অভিশাপ থেকে মুক্তি পাওয়ায় আমি খুশি। সবচেয়ে বড় বিষয় হলো, আমরা যেভাবে এটা করলাম। দুই গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানো। এটাই সবচেয়ে ভালো দিক।"

"লা লিগায় যে মাঠে আমরা কয়েক বছর ধরে জয় পায়নি সেখানে খুবই ভালো ফুটবল খেলে এমন একটি দলের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারবো, নিজেদের উপর সে বিশ্বাস আমাদের ছিল।"

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচ ধরে অপরাজিত আছে বার্সেলোনা। চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে একমাত্র অপরাজিত দলও তারা।

সেই সঙ্গে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান আরও সুদৃঢ় করেছে কাতালান ক্লাবটি। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৫১।

৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ; তৃতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৪০। এক ম্যাচ কম খেলা বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ৩২ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।