নঁতের বিপক্ষে নেই নেইমার

নেইমারকে ছাড়াই লিগ ওয়ানে নঁতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে পিএসজি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড পাঁজরে চোটে পেয়েছেন বলে জানা গেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2018, 09:37 AM
Updated : 14 Jan 2018, 09:37 AM

রোববার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

গত বুধবার ফরাসি লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে আমিয়াঁর বিপক্ষে পিএসজির ২-০ ব্যবধানের জয়ে স্পটকিক থেকে প্রথম গোলটি করেছিলেন দুর্দান্ত ফর্মে থাকা নেইমার।

গণমাধ্যমে নেইমার চোটে পড়েছে বলে খবর বের হলেও শুক্রবার সংবাদ সম্মেলনে এই ফরোয়ার্ডের কিছুটা ফিটনেস সমস্যা আছে বলে জানিয়েছিলেন উনাই এমেরি। দ্রুত তা কাটিয়ে ওঠা নিয়েও আশার কথা শুনিয়েছিলেন দলটির কোচ।

"পুরো দল নিয়েই আমরা নঁতের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি।"

"রোববার ম্যাচের আগে আমাদের আরও দুই সেশন অনুশীলন আছে। আমরা দেখবো আমিয়াঁর বিপক্ষে ম্যাচের পর খেলোয়াড়রা কতটা সেরে ওঠে। আমার মনে হয়, সবাই ফিট থাকবে।"

কিন্তু নতেঁর বিপক্ষে ম্যাচের জন্য শনিবার নেইমারকে ছাড়াই দল ঘোষণা করে পিএসজি। নেই দলটির আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরেও। 

১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ বেশি খেলে ৮ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোনাকো।