ধারে তুরস্কের বাসাকসেহিরে বার্সার তুরান

বার্সেলোনা থেকে ধারে আড়াই বছরের জন্য তুরস্কের ক্লাব ইস্তানবুল বাসাকসেহিরে খেলতে যাচ্ছেন আরদা তুরান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2018, 03:23 PM
Updated : 13 Jan 2018, 03:23 PM

এ ব্যাপারে দল দুটির মধ্যে সমঝোতা হয়েছে বলে শনিবার কাতালান ক্লাবটির ওয়েবসাইটে জানানো হয়।

দলটির হয়ে তুরানের ম্যাচ খেলার পরিমাণ, গোল, দলগত সাফল্যের মতো বিভিন্ন বিষয় বিবেচনায় বার্সেলোনাকে অর্থ দেবে বাসাকসেহির। 

বার্সেলোনার সঙ্গে তুরানের বর্তমান চুক্তির মেয়াদ ২০২০ সাল পর্যন্ত। চুক্তি শেষ হওয়ার আগ পর্যন্ত তুরস্কের এই মিডফিল্ডারকে বিক্রি করার অধিকার লা লিগার ক্লাবটির হাতেই থাকবে।

২০১৫ সালে সাড়ে তিন কোটি ইউরোতে আতলেতিকো মাদ্রিদ থেকে তুরানকে কিনেছিল বার্সেলোনা। সাবেক কোচ লুইস এনরিকের অধীনে ১৮ মাসে বেশিরভাগ সময় বদলি হিসেবে মাঠে নামলেও গত মৌসুমে দুটি হ্যাটট্রিকসহ দারুণ খেলে নজর কাড়েন তিনি।

তবে এরনেস্তো ভালভেরদের অধীনে চলতি মৌসুমে প্রতিযোগিতামূলক ফুটবলে এক মিনিটও সুযোগ পাননি জানুয়ারি শেষে ৩১ বছর পূর্ণ করতে যাওয়া এই খেলোয়াড়।