সাইফকে হারিয়ে অবনমন এড়াল রহমতগঞ্জ

সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে অবনমন এড়িয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বে নিজেদের শেষ ম্যাচে ২-০ গোলে জিতেছে কামাল বাবুর দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2018, 11:46 AM
Updated : 13 Jan 2018, 11:46 AM

প্রথম পর্বের ম্যাচে রহমতগঞ্জকে ১-০ গোলে হারানো সাইফ ২২ ম্যাচে ১১ জয় ও আট ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করল।

তিন জয় ও নয় ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে অবনমন এড়াল রহমতগঞ্জ। তাদের জয়ে ১৭ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ছিটকে গেলো লিগ থেকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় রহমতগঞ্জ। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের শট ফিস্ট করার পর ডি বক্সের ভেতর পেয়ে যান নাইমুর রহমান শাহেদ। এই মিডফিল্ডারের বাঁ পায়ের ভলিতে পরাস্ত হন পাপ্পু হোসেন।

৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় রহমতগঞ্জ। বাঁ দিক থেকে সাদমান হোসেন অ্যানির থ্রো এক ডিফেন্ডার হেড করার পর মোহাম্মদ সোহেলের বাঁ পায়ের ভলি ঠিকানা খুঁজে পায়। সামনে থাকা ডিফেন্ডাররা প্রতিরোধের সুযোগই পাননি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানো গোলের দেখা পায়নি ম্যাচ জুড়ে নিষ্প্রাণ খেলা সাইফ। শেষ পর্যন্ত তৃতীয় হার দিয়ে লিগ শেষ করল নবাগত দলটি।