সাইফকে হারিয়ে অবনমন এড়াল রহমতগঞ্জ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2018 05:46 PM BdST Updated: 13 Jan 2018 05:46 PM BdST
সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে অবনমন এড়িয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বে নিজেদের শেষ ম্যাচে ২-০ গোলে জিতেছে কামাল বাবুর দল।
প্রথম পর্বের ম্যাচে রহমতগঞ্জকে ১-০ গোলে হারানো সাইফ ২২ ম্যাচে ১১ জয় ও আট ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করল।
তিন জয় ও নয় ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে অবনমন এড়াল রহমতগঞ্জ। তাদের জয়ে ১৭ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ছিটকে গেলো লিগ থেকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় রহমতগঞ্জ। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের শট ফিস্ট করার পর ডি বক্সের ভেতর পেয়ে যান নাইমুর রহমান শাহেদ। এই মিডফিল্ডারের বাঁ পায়ের ভলিতে পরাস্ত হন পাপ্পু হোসেন।
৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় রহমতগঞ্জ। বাঁ দিক থেকে সাদমান হোসেন অ্যানির থ্রো এক ডিফেন্ডার হেড করার পর মোহাম্মদ সোহেলের বাঁ পায়ের ভলি ঠিকানা খুঁজে পায়। সামনে থাকা ডিফেন্ডাররা প্রতিরোধের সুযোগই পাননি।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানো গোলের দেখা পায়নি ম্যাচ জুড়ে নিষ্প্রাণ খেলা সাইফ। শেষ পর্যন্ত তৃতীয় হার দিয়ে লিগ শেষ করল নবাগত দলটি।
-
বেনজেমার শেষের গোলে ড্র মাদ্রিদ ডার্বি
-
উড়ন্ত সিটিকে হারের স্বাদ দিল ইউনাইটেড
-
এবার ফুলহ্যামে ধরাশায়ী লিভারপুল
-
মোহামেডানকে হারিয়ে জয়ে ফিরল শেখ জামাল
-
বয়স নয়, সামর্থ্য দেখেন কুমান
-
লিগের দ্বিতীয় ধাপের দলবদল শুরু সোমবার
-
প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক
-
আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
সর্বাধিক পঠিত
- ওসাসুনাকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা
- ‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’
- ৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
- শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
- মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
- বিধানসভা ভোটের আগে বিজেপিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী
- গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
- টিভি সূচি (রোববার, ০৭ মার্চ ২০২১)
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম