রংপুর বিভাগে বক্সিংয়ের সব ইভেন্টে সেরা দিনাজপুর

বাংলাদেশ যুব গেমসের রংপুর বিভাগে বক্সিংয়ে আটটি ইভেন্টেই সেরা হয়েছে দিনাজপুর জেলার বক্সাররা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2018, 01:37 PM
Updated : 12 Jan 2018, 01:37 PM

দিনাজপুর বড় ময়দানে শুক্রবার ছেলেদের ৪৪ কেজি ওজন শ্রেণিতে রেজা, ৪৯ কেজিতে জাহাঙ্গীর, ৫২ কেজিতে পারভেজ, ৫৬ কেজিতে সাব্বির প্রথম হন। মেয়েদের ৪৪ কেজিতে বৃষ্টি, ৪৬ কেজিতে বিউটি আক্তার, ৪৯ কেজিতে মুন্নি, ৫২ কেজিতে মিনাক্ষী প্রথম হন।

রংপুর জেলা স্টেডিয়ামে টেবিল টেনিসের ছেলেদের এককে রংপুরের হৃদয় ১১-২, ১১-৯, ১১-৪ গেমে একই জেলার কিরনকে হারিয়ে প্রথম হন। মেয়েদের এককে রংপুরের আতরিয়া ১১-৬, ১১-৮, ১১-৭ গেমে ঠাকুরগাঁওয়ের জাবিনকে হারিয়ে সেরা হন।

অনূর্ধ্ব-১৭ দাবায় ছেলেদের বিভাগে রংপুরের ফাহমিদ সরকার মিহাদ ও মেয়েদের বিভাগে একই জেলার সৈয়দা ফারিন ফাইরুজ অহনা প্রথম হন।

বরিশাল বিভাগে শহীদ আবদুর বর সেরনিয়াবাত স্টেডিয়ামে কারাতে প্রতিযোগিতায় কুমিতে ৪০ কেজি ওজন শ্রেণিতে প্রথম হন বরিশাল জেলার আবদুল্লা আল নোমান। ৪৫ কেজিতে বরিশালের জুবায়ের আহমেদ, ৫০ কেজিতে পটুয়াখালীর রাকিবুল ইসলাম, ৫৫ কেজিতে বরিশালের সাইফুল ইসলাম, ৬০ কেজিতে পটুয়াখালীর মীর সায়েম, ৬০ (প্লাস) কেজিতে বরিশালের মেহরাব কালভী প্রথম হন।

চট্টগ্রাম বিভাগে ব্যাডমিন্টনে ছেলেদের দ্বৈতে চট্টগ্রাম জেলার সিবগাত-আকিব জুটি ২-০ সেটে ফেনীর রাজিব চন্দ্র দাশ-নাদিম জুটিকে হারিয়ে সেরা হন। মেয়েদের এককে চট্টগ্রামের ফারজানা ২১-১০, ২১-১৩ গেমে রাঙ্গামাটির দেবস্মিতা চাকমাকে হারিয়ে প্রথম হন। মেয়েদের দ্বৈতের ফাইনালে তিশি-ফারজানা জুটি ২-০ সেটে  লক্ষীপুরের সেতু-মিম জুটিকে হারান।

কাবাডির ফাইনালে বান্দরবান জেলা ২৭-২০ পয়েন্টে চট্টগ্রাম জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। মেয়েদের কাবাডিতে প্রথম হয় রাঙ্গামাটি; ফাইনালে ৫১-২৯ পয়েন্টে ব্রাহ্মণবাড়িয়াকে হারায় তারা।

সিলেট বিভাগে দ্রুততম মানব-মানবী হয়েছেন সাইফুর রহমান ও সুমাইয়া আক্তার রিজু। সিলেট জেলা স্টেডিয়ামে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে হবিগঞ্জের মহন মিয়াকে পেছনে ফেলে প্রথম হন একই জেলার সাইফুর। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সিলেটের তাহসিন তাসনিমকে হারিয়ে সেরা হন একই জেলার সুমাইয়া। ২০০ মিটারেও প্রথম হয়েছেন সুমাইয়া।

ছেলেদের ২০০ মিটার স্প্রিন্টে মৌলভীবাজারের নাঈম আহমদ, ৪০০ মিটার স্প্রিন্টে হবিগঞ্জের উমরান মিয়া প্রথম হন। মেয়েদের ৪০০ মিটারে স্প্রিন্টে সিলেটের শামীমা আক্তার কলি সেরা হয়েছেন।

সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ছেলেদের কাবাডির ফাইনালে মৌলভীবাজার ২০-১৮ পয়েন্টে সিলেট জেলাকে হারিয়ে সেরা হয়।

খুলনা জিমন্যাসিয়ামে বিভাগীয় রেসলিংয়ে ছেলেদের ৪২ কেজি ওজন শ্রেণিতে নড়াইলের মেহেদী হাসান, ৪৬ কেজিতে খুলনার সুজিত হাওলাদার, ৫০ কেজিতে খুলনার সজীব খান, ৫৮ কেজিতে নড়াইলের রকিব হাসান, ৬৩ কেজিতে খুলনার রোহান খান ও ৬৯ কেজিতে খুলনার আশিকুর রহমান প্রথম হন।

মেয়েদের বিভাগে ৩৮ কেজিতে খুলনার নাফিয়া নিশি তমা, ৪০ কেজিতে খুলনার শ্রাবনী, ৪৩ কেজিতে নড়াইলের সোনালী, ৪৬ কেজিতে নড়াইলের মুসলিমা, ৪৯ কেজিতে নড়াইলের লিমা, ৫২ কেজিতে নড়াইলের মুক্তা খাতুন ও ৫৬ কেজিতে নড়াইলের তামান্না প্রথম হন।