সিলেট বিভাগে ফুটবলে সেরা সিলেট, কাবাডিতে মৌলভীবাজার

বাংলাদেশ যুব গেমসের বিভাগীয় পর্যায়ের খেলায় সিলেটে ফুটবল ও কাবাডির ফাইনাল হয়েছে। ফুটবলে সিলেট জেলা এবং কাবাডিতে মৌলভীবাজারের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2018, 10:12 AM
Updated : 12 Jan 2018, 10:12 AM

বৃহস্পতিবার প্রতিযোগিতার চতুর্থ দিনে জেলা স্টেডিয়ামে ফাইনালে ২-০ গোলে মৌলভীবাজারকে হারিয়ে ফুটবলের চ্যাম্পিয়ন হয় সিলেট। আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে মেয়েদের কাবাডির ফাইনালে সিলেটকে ২০-৯ পয়েন্টে হারিয়ে সেরা হয় মৌলভীবাজার।

রংপুর বিভাগের সাঁতার প্রতিযোগিতায় পঞ্চগড়, লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারীর সাঁতারুরা অংশ নেন। দিনাজপুর বিকেএসপিতে হওয়া এই প্রতিযোগিতায় ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইলে নীলফামারীর দীপঙ্কর চন্দ্র রায় ৩১ দশমিক ১৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। ১০০ মিটার ফ্রিস্টাইলে লালমনিরহাটের রবিউল ইসলাম (১ মিনিট ২৬ সেকেন্ড), ২০০ মিটার ফ্রিস্টাইলে লালমনিরহাটের মুকুল মিয়া (৩ মিনিট ৫০ সেকেন্ড)প্রথম হন।

ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে নীলফামারীর দীপঙ্কর চন্দ্র রায় (৩৯ দশমিক ৭৬ সেকেন্ড), ১০০ মিটার ব্যাকস্ট্রোকে লালমনিরহাটের রাশেদ মিয়া (২ মিনিট ১২ সেকেন্ড), ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে লালমনিরহাটের খাদিমুল ইসলাম (৪৪ দশমিক ৩১ সেকেন্ড), ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে নীলফামারির নাজমুল হক (১ মিনিট ৫৬ সেকেন্ড) সেরা হন। মেয়েদের ৫০ মিটার ও ১০০ মিটার ফ্রিস্টাইলে লালমনিরহাটের জহুরা খাতুন।

নিজেদের বিভাগে ফুটবলে সেরা সেরা রংপুর জেলা। পুলিশ লাইন মাঠে হওয়া ফাইনালে রংপুর ২-১ গোলে নিলফামারীকে হারায় তারা। ২২-৫ গোলে স্বাগতিক রংপুরকে হারিয়ে মেয়েদের হ্যান্ডবলের চ্যাম্পিয়ন হয়েছে পঞ্চগড়।

খুলনা বিভাগে বক্সিংয়ে ছেলেদের ৪৪ কেজিতে নড়াইলের লিকু মিয়া, ৪৬ কেজিতে যশোরের মেহেদী হাসান, ৪৮ কেজিতে সাতক্ষীরার হাসিবুল হাসান, ৫১ কেজিতে যশোরের সবুজ হোসেন, ৫৬ কেজিতে যশোরের ইমন হোসেন, ৬০ কেজিতে যশোরের ফেরদৌস আলী প্রথম হন। মেয়েদের ৪৪ কেজিতে মাগুরার সায়মা জান্নাত, ৪৬ কেজিতে যশোরের রহিমা আক্তার, ৪৮ কেজিতে যশোরের নুরুন্নাহার, ৫১ কেজিতে মাগুরার তানজিলা আক্তার প্রথম হন।

খুলনা জেলা স্টেডিয়ামে কারাতে প্রতিযোগিতায় অনূর্ধ্ব ৪০ কেজিতে সাতক্ষীরার আরিফ হোসেন ইমন, অনূর্ধ্ব ৫০ কেজিতে খুলনার আবু দারদা যোবায়ের, অনূর্ধ্ব ৫৫ কেজিতে খুলনার রিবেল আহমেদ, অনূর্ধ্ব ৬০ কেজিতে ঝিনাইদহের আশিকুর রহমান ও +৬০ কেজিতে খুলনার জয় প্রথম হন। মেয়েদের বিভাগে অনূর্ধ্ব ৪০ কেজিতে খুলনার রহিমা খাতুন, অনূর্ধ্ব ৪৫ কেজিতে খুলনার মুক্তা, অনূর্ধ্ব ৫০ কেজিতে খুলনার তাহমিনা খাতুন, অনূর্ধ্ব ৫৫ কেজিতে খুলনার ফাতেমা রহমান রিয়া, অনূর্ধ্ব ৬০ কেজিতে খুলনার ফিরোজা আক্তার ও +৬০ কেজিতে খুলনার শাহরিন খানম মিনতি প্রথম হন।

খুলনা বিভাগীয় পর্যায়ের ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইদহ জেলা। জেলা স্টেডিয়ামে ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ২-২ ড্রয়ের পর টাইব্রেকাকে ৪-৩ গোলে খুলনাকে হারায় তারা। মেয়েদের ফুটবলে সেরা নড়াইল জেলা। ঝিনাইদহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-১ গোলে মাগুরাকে হারায়।

নিজেদের বিভাগে ফুটবলে রাজশাহী এবং ভলিবলে বগুড়া জেলা চ্যাম্পিয়ন হয়েছে। জেলা স্টেডিয়ামে ছেলেদের ফুটবলের ফাইনালে রাজশাহী ২-১ গোলে চাপাইনবাবগঞ্জকে হারায়। বগুড়া জেলা স্টেডিয়ামে ভলিবলের ফাইনালে বগুড়া ৩-০ সেটে পাবনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

রাজশাহী বিভাগের অ্যাথলেটিক্সে ২০০ মিটার স্প্রিন্টে ছেলেদের বিভাগে নাটোরের আরিফুল ইসলাম এবং মেয়েদের বিভাগে পাবনার রূপা খাতুন প্রথম হয়েছেন। ৪০০ মিটার স্প্রিন্টে ছেলেদের বিভাগে নাটোরের সুলতান আহমেদ ও মেয়েদের বিভাগে পাবনার শিউলি খাতুন সেরা হন।

রাজশাহী বিভাগের বালক ব্যাডমিন্ডনের দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে নাটোর। নাটোরের হয়ে খেলা নিপু-রিফাত জুটি ২১-১৭ ও ২১-১৭ পয়েন্টে চাপাইনবাবগঞ্জের সাকিব-রবিউল জুটিকে সেরা হয়। বরিশাল বিভাগের ব্যাডমিন্টনে ছেলেদের এককে বরগুনার হান্নান মোল্লা ফাহিম চ্যাম্পিয়ন ও মেয়েদের বিভাগে ঝালকাঠির সুস্মিতা সেন সেরা হন। বালক দ্বৈতের শিরোপা জেতে বরগুনার হান্নান-অমিত জুটি। এবং বালিকা দ্বৈতে ঝালকাঠির সুস্মিতা-আন্তা জুটি চ্যাম্পিয়ন হয়েছেন।

চট্টগ্রাম বিভাগে দ্রুততম মানব-মানবী হয়েছেন কুমিল্লার হাসান মিয়া ও কক্সবাজারের নুর বাহার। এ বিভাগের ব্যাডমিন্টনের বালক এককে চট্টগ্রামের এসএসএম সিবগাত উল্লাহ চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ২১-১৩, ২১-১২ পয়েন্টে ফেণীর রাজীব চন্দ্র দাশকে হারান। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবলের ফাইনালে অধিনায়ক শাকিলের গোলে কুমিল্লা জেলা দল ১-০ ব্যবধানে নোয়াখালী জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।