‘এক ধাপ পিছিয়েও চ্যালেঞ্জ নিতে পিএসজিতে নেইমার’

পিএসজিতে যোগ দিতে নেইমারের বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তটা এক ধাপ পিছিয়ে যাওয়ার মতো ছিল বলে মনে করেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2018, 08:51 AM
Updated : 12 Jan 2018, 08:51 AM

গত অগাস্টে কাম্প নউ থেকে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে নেইমার প্যারিসের ক্লাবটিতে যোগ দিলে অনেকেই অবাক হয়েছিল। অবশ্য নতুন ঠিকানায় দ্রুত নিজেকে মানিয়ে নেওয়া ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড এ পর্যন্ত ক্লাবটির সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ গোল করেছেন। এর মধ্যে ১১টি করেছেন লিগ ওয়ানে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য ও বার্সেলোনার সাবেক স্ট্রাইকার রোনালদো নেইমারের বার্সেলোনা ছাড়ার প্রসঙ্গে বলেন, “সিদ্ধান্তটা এক ধাপ পিছিয়ে যাওয়া। তবে সবাই এই চ্যালেঞ্জগুলোর খোঁজে থাকে।”

“আমি একটা সময় বার্সেলোনায় খেলতাম এবং ইন্টার মিলানে গিয়েছিলাম। তখন ইতালিয়ান চ্যাম্পিয়নশিপ অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল।”

ধারাবাহিকভাবে দারুণ খেলে চলা নেইমার সবশেষ বুধবার আমিয়াঁকে ২-০ ব্যবধানে হারিয়ে ফরাসি লিগ কাপের সেমি-ফাইনালে ওঠার ম্যাচে প্রথম গোলটি করেন।

রোববার লিগ ওয়ানে ক্লাওদিও রানিয়েরির দল নঁতের বিপক্ষে মাঠে নামবে শীর্ষে থাকা পিএসজি।