ড্রয়ে লিগ শেষ চ্যাম্পিয়ন আবাহনীর
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jan 2018 08:19 PM BdST Updated: 11 Jan 2018 08:53 PM BdST
প্রিমিয়ার লিগের শিরোপা আগেই নিশ্চিত করেছিল আবাহনী লিমিটেড। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে তাদের ম্যাচটি ছিল মর্যাদার লড়াই। সে লড়াইয়ে কেউ জেতেনি। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি।
বৃহস্পতিবার আবাহনীর হাতে আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে দেওয়া হয়। এ জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে এসেছিলেন দলটির সমর্থকরা। ম্যাচ চলার সময়ই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আতশবাজি ফুটিয়ে একদফা উৎসব সেরে নেয় তারা। এরপর ম্যাচ শেষে শুরু হয় দলটির খেলোয়াড় ও সমর্থকদের উদযাপন।
অবশ্য মাঠের খেলায় ছিল না উত্তাপ। প্রথম পর্বের ম্যাচে ১-০ গোলে জেতা আবাহনী ছিল বলের নিয়ন্ত্রণে মনোযোগী। চট্টগ্রাম আবাহনীও ছিল না গোলের জন্য মরিয়া।
দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ পায় কিন্তু গোল অধরা থেকে যায়। ৭৭তম মিনিটে গোল থেকে বঞ্চিত হয় আবাহনী। ডি বক্সের ভেতর থেকে নাবীব নেওয়াজ জীবনের বাড়ানো বলে সানডে চিজোবার সাইড ভলি পোস্টে লেগে ফেরে।

২২ ম্যাচে ১৬ জয় ও চার ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল আবাহনী। ৪৪ পয়েন্ট চট্টগ্রাম আবাহনীর।
বৃহস্পতিবার প্রথম ম্যাচে লিগের রার্নাসআপ হওয়া শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ৩-১ গোলে উড়িয়ে দেয় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয়ীরা:
মৌসুম | চ্যাম্পিয়ন |
২০০৬-০৭ | আবাহনী লিমিটেড |
২০০৮ | আবাহনী লিমিটেড |
২০০৯ | আবাহনী লিমিটেড |
২০১০ | শেখ জামাল |
২০১১-১২ | আবাহনী লিমিটেড |
২০১২-১৩ | শেখ রাসেল |
২০১৩–১৪ | শেখ জামাল |
২০১৫ | শেখ জামাল |
২০১৬ | আবাহনী লিমিটেড |
২০১৭ | আবাহনী লিমিটেড |
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
-
পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
-
রেকর্ড ফিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে নিল ফরেস্ট
-
মেজর লিগ সকারের দলে ‘যোগ দিচ্ছেন’ বেল
-
'গোল যদি ১০টা দেওয়া যায়, দশটাই দিতে চাইব'
-
সাবিনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বললেন কোচ
-
বাফুফেতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল