বার্সেলোনায় কলম্বিয়ার ডিফেন্ডার মিনা

ফিলিপে কৌতিনিয়োর সঙ্গে চুক্তির রেশ না কাটতেই নতুন বছরে আরও একজন খেলোয়াড় দলে টেনেছে বার্সেলোনা। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস থেকে কাম্প নউয়ে নাম লিখিয়েছেন কলম্বিয়ার ডিফেন্ডার জেরি মিনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2018, 01:59 PM
Updated : 11 Jan 2018, 02:01 PM

বার্সেলোনা জানায়, পালমেইরাস থেকে ১ কোটি ১৮ লাখ ইউরোতে আসা মিনা সাড়ে পাঁচ বছরের চুক্তি করেছেন।

ক্লাবটির এক বিবৃতিতে বলা হয়েছে, মিনা ইউরোপে ফুটবলার হিসেবে উন্নতির লক্ষ্যে বার্সেলোনায় এসেছেন।

২৩ বছর বয়সী এই খেলোয়াড়ের আসায় এরনেস্তো ভালভেরদের দলের রক্ষণভাগ আরও শক্তিশালী হলো।

সংবাদ মাধ্যমে গুঞ্জন, চলতি জানুয়ারিতে কাম্প নউ ছেড়ে চাইনিজ সুপার লিগের ক্লাব হেবেই ফরচুনে পাড়ি জমাতে পারেন আর্জেন্টাইন ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানো। বার্সেলোনা ছাড়তে পারেন সামুয়েল উমতিতিও। ফরাসি এই সেন্টার-ব্যাকের সঙ্গে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের যোগাযোগ আছে বলে গুঞ্জন আছে।