খুলনায় ১০০ মিটারে সেরা কুষ্টিয়ার শাওন-নড়াইলের সঞ্চিতা

বাংলাদেশ যুব গেমসের বিভাগীয় পর্যায়ের খেলায় খুলনা বিভাগের দ্রুততম মানব-মানবী হয়েছেন শাওন আহমেদ ও সঞ্চিতা কর্মকার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2018, 01:38 PM
Updated : 10 Jan 2018, 01:52 PM

মঙ্গলবার প্রতিযোগিতার তৃতীয় দিনে ছেলেদের ১০০ মিটারে ১১ দশমিক ০৫ সেকেন্ড সময় নিয়ে সেরা হন কুষ্টিয়া জেলার শাওন। ১৩ দশমিক ৮০ সেকেন্ড সময় মেয়েদের বিভাগে সেরা হন নড়াইলের সঞ্চিতা।

২০০ মিটার স্প্রিন্টে ২২ দশমিক ৫৫ সেকেন্ড সময় নিয়ে খুলনার সামিউল ইসলাম এবং ২৭ দশমিক ০৫ সেকেন্ড সময় নিয়ে কুষ্টিয়ার আইভি আক্তার অরিন প্রথম হন।

লং জাম্পের ছেলেদের বিভাগে নড়াইলের সুমন শেখ, মেয়েদের বিভাগে যশোরের তিন্নি হাসান, হাই জাম্পে নড়াইলের কাজল বিশ্বাস ও কুষ্টিয়ার মাসুদ রানা প্রথম হন।

গোলক নিক্ষেপে ছেলেদের বিভাগে নড়াইলের হাফিজুর রহমান (১১ দশমিক ৮০ মিটার), মেয়েদের বিভাগে যশোরের মুক্তা খানম (১০ দশমিক ৮০ মিটার) প্রথম হন। চাকতি নিক্ষেপে ছেলেদের বিভাগে নড়াইলের আলী আহম্মেদ ও মেয়েদের বিভাগে নড়াইলের নমিতা কর্মকার সেরা হয়েছেন।

ফুটবলের ফাইনালে উঠেছে খুলনা ও ঝিনাইদহ। নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ গোলে মাগুরা জেলাকে হারিয়ে ফুটবলের ফাইনালে উঠে ঝিনাইদহ। অপর সেমি-ফাইনালে খুলনা টাইব্রেকারে ৫-৪ গোলে যশোর জেলাকে হারায়।

ঢাকা বিভাগের দ্রুততম মানব-মানবী হয়েছেন দিশা সুলতানা ও নারায়ণগঞ্জের নাদিম মোল্লা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে ১০০ মিটার স্প্রিন্টে নাদিম সেরা হন ১১ দশমিক ৪৫ সেকেন্ডে দৌড় শেষ করে। ১২ দশমিক ৭৫ সেকেন্ড সময় নিয়ে মেয়েদের বিভাগে সেরা হয়েছেন দিশা।

বালিকাদের ২০০ মিটার স্প্রিন্টেও সেরা হয়েছেন দিশা; ২৬ দশমিক ৮০ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। ছেলেদের ২০০ মিটার স্প্রিন্টে নরসিংদীর রুবেল হাসান ২৩ দশমিক ৮৫ সেকেন্ড সময় নিয়ে সেরা হন।

৪০০ মিটার স্প্রিন্টে মেয়েদের ইভেন্টে মানিকগঞ্জের সুমাইয়া দেওয়ান (১ মিনিট ৪ দশমিক ৬০ সেকেন্ড) এবং ছেলেদের ইভেন্টে গোপালগঞ্জের হাফিজুল (৫৩ দশমিক ৩০ সেকেন্ড) সেরা হয়েছেন।

ঢাকা বিভাগে ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল। বিকেএসপি মাঠে হওয়া ফাইনালে ২-১ গোলে ঢাকা জেলাকে হারায় টাঙ্গাইল। জয়ী দলের গোলাপ নবী ও ইজহারুল গোল করেন।

বরিশাল বিভাগে পটুয়াখালীর তরুণ ওমর আলী ১ মিনিট ২৬ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার ফ্রিস্টাইলের সেরা হন। এই সাঁতারু ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক (৩২ দশমিক ৫০ সেকেন্ড) ও ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকেও (১ মিনিট ৪২ সেকেন্ড) সেরা হন।

৫০ মিটার ফ্রিস্টাইলে বরিশালের মিজান হোসেন (২৮ দশমিক ৩৮ সেকেন্ড), ৫০ মিটার ব্যাকস্ট্রোকে মোহাম্মদ সবুজ (৩৮ দশমিক ০৭ সেকেন্ড), বরিশালের রাজিব আহমেদ ১০০ মিটার ব্যাকস্ট্রোকে (১ মিনিট ৫২ সেকেন্ড) সেরা হন।

বরিশাল বিভাগে মেয়েদের সাঁতারে প্রাধান্য দেখিয়েছে ঝালকাঠী জেলার মেয়েরা। ৮টি ইভেন্টের ৫টিতেই জিতেছে তারা। ৫০ মিটার ফ্রিস্ট্রাইল (৪১ দশমিক ০৫) ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে (২ মিনিট ৫৫ সেকেন্ড) সেরা হয়েছেন তিন্নি আক্তার। ১০০ মিটার ফ্রিস্টাইলে ফাতেমা আক্তার (২ মিনিট ০৫ সেকেন্ড) সেরা হন।

বরিশাল বিভাগে হ্যান্ডবলের ফাইনালে ভোলাকে ২১-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরগুনা।

কাবাডিতে সেরা হয়েছে বরিশাল; ফাইনালে তারা ২৫-১০ পয়েন্টে জিতেছে ভোলার বিপক্ষে।

রাজশাহী বিভাগ বক্সিংয়ে অংশ নেয় রাজশাহী,পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩০ জন বালক-বালিকা। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ছেলেদের বিভাগে ৪৪ কেজি ওজন শ্রেণিতে রাজশাহীর শেখ লিমন, ৪৬ কেজিতে উৎসব আহমেদ, ৪৯ কেজিতে আবু তালহা, ৫২ কেজিতে মনি ইসলাম ও ৬০ কেজিতে সাহিল প্রথম হন। মেয়েদের বিভাগে ৪৪ কেজিতে রাজশাহীর কোহিনুর খাতুন, ৪৬ কেজিতে সোহানা ইসলাম ও ৫১ কেজিতে ফাতেমা খাতুন প্রথম হন।

পাবনা জিমন্যাশিয়ামে ব্যাডমিন্টন এককের ফাইনালে পাবনার মায়া ২১-১৩ ও ২১-০৮ পয়েন্টে নাটোরের রিফা তাসনিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। ছেলেদের এককে সিরাজগঞ্জের ইয়ামিন ২-১ সেটে পাবনার অনিককে হারিয়ে চ্যাম্পিয়ন হন।

কাবাডিতে রাজশাহী জেলা ৩৬-১৮ পয়েন্টে নাটোরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

কারাতেতে ১৩টি ইভেন্টে প্রথম হয়ে চাপাইনবাবগঞ্জ চ্যাম্পিয়ন এবং ৪টি ইভেন্টে প্রথম হয়ে জয়পুরহাট রানার্সআপ হয়।