ব্যস্ত সূচি সামনে রেখে অনুশীলন শুরু মেয়েদের

বয়সভিত্তিক ও জাতীয় দল মিলিয়ে বাংলাদেশের মেয়েরা এ বছর আটটি টুর্নামেন্টে খেলবে। এর মধ্যে আছে প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলাও। ব্যস্ত এই সূচি সামনে রেখে আগামী বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করবে দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2018, 01:00 PM
Updated : 10 Jan 2018, 01:00 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টার্ফে শুরু হওয়া প্রাথমিক ক্যাম্পে সিনিয়র ও জুনিয়র মিলিয়ে ৩৫ জন ফুটবলারকে রেখেছেন কোচ গোলাম রব্বানী ছোটন।

“এ বছর মেয়েদের আটটি টুর্নামেন্টে অংশ নিতে হবে। এ কারণে সিনিয়র ও জুনিয়র মিলিয়ে ৩৫ জন ফুটবলারকে আমরা ক্যাম্পে রেখেছি। বিভিন্ন টুর্নামেন্টে তাদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে।”

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা জেতার পর ছুটি পেয়েছিলেন আঁখি-মারিয়ারা। ওই প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হওয়া আঁখি জানালেন বাড়িতে থাকলেও অনুশীলনের মধ্যে থাকার কথা।

“কোচ বলেছিলেন, বসে থাকলে চলবে না। তাই ছুটিতে বাড়ি গিয়ে পুকুরে সাঁতার কেটেছি। ফিটনেস ধরে রাখার জন্য ওয়ার্ম আপ করেছি স্কুলের মাঠে।”

ক্যাম্পের দলে আছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন, যিনি বয়সভিত্তিক দলগুলোর সহকারী কোচ হিসেবেও কাজ করেন। ক্যাম্পেও এই দুই দায়িত্বে থাকবেন সাবিনা।