আগুয়েরোর শেষ মুহূর্তের গোলে ম্যানসিটির জয়

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠা ব্রিস্টল সিটির কাছে ঘরের মাঠে হোঁচট খেতে বসেছিল ম্যানচেস্টার সিটি। তবে দ্বিতীয়ার্ধে বদলি নেমে পার্থক্য গড়ে দিলেন সের্হিও আগুয়েরো। দলকে দিলেন নাটকীয় জয়ের স্বাদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2018, 09:55 PM
Updated : 10 Jan 2018, 09:09 AM

মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে লিগ কাপে শেষ চারের প্রথম লেগে ২-১ গোলে জিতেছে দারুণ ছন্দে থাকা ম্যানচেস্টার সিটি।

ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে রেখে  আক্রমণে ওঠা পেপ গুয়ার্দিওলার দল প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও আক্রমণভাগের ব্যর্থতায় বারবার হতাশ হতে হয়।

এর মাঝে ৪৪তম মিনিটে ববি রিডের সফল স্পট কিকে এগিয়ে যায় দ্বিতীয় সারির ক্লাব ব্রিস্টল সিটি। ডি-বক্সে ইংলিশ এই মিডফিল্ডারকেই জন স্টোনস ফাউল করলে পেনাল্টিটি পায় অতিথিরা।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে কেভিন ডি ব্রুইনের নৈপুণ্যে সমতায় ফেরে স্বাগতিকরা। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢোকা রাহিম স্টার্লিংয়ের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে জোরালো শটে গোলটি করেন বেলজিয়ামের ফরোয়ার্ড।

৭০তম মিনিটে ইয়াইয়া তুরেকে বসিয়ে আগুয়েরোকে নামান কোচ। যোগ করা সময়ে বের্নার্দো সিলভার দারুণ ক্রসে হেডে জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।

আগামী ২৩ জানুয়ারি ব্রিস্টলের মাঠে হবে এর ফিরতি লেগ।