শেখ রাসেলকে আবারও রুখে দিল রহমতগঞ্জ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বেও শেখ রাসেল ক্রীড়া চক্রকে রুখে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। দুই দলের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2018, 03:14 PM
Updated : 8 Jan 2018, 03:14 PM

প্রথম পর্বের ম্যাচে শেখ রাসেলকে ১-১ ড্রয়ে রুখে দিয়েছিল রহমতগঞ্জ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের শেষ দিকে গোলরক্ষকের দৃঢ়তায় এগিয়ে যাওয়া হয়নি শেখ রাসেলের। মোনায়েম খান রাজুর বাড়ানো বলে স্পেনের ডিফেন্ডার গার্সিয়া দি কোর্তাসারের হেড শেষ মুহূর্তে ফিস্ট করে ফেরান গোলাম মোস্তফা।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে শেখ রাসেলের ত্রাতা গোলরক্ষক। ডান দিকের ডি বক্সের ভেতর থেকে গাম্বিয়ান মিডফিল্ডার জাত্তা মোস্তফার জোরালো শট ফিস্ট করে মাকসুদুর রহমান ফেরালে ড্রয়ে শেষ হয় ম্যাচটি।

২১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে শেখ রাসেল। ১৫ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে থাকা রহমতগঞ্জের রেলিগেশন এড়ানোর সুযোগ এখনও বেঁচে আছে। ১৪ পয়েন্ট নিয়ে তলানিতে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। তিনটি দলেরই একটি করে ম্যাচ বাকি।

সোমবার প্রথম ম্যাচে বিজেএমসিকে ১-০ গোলে হারানো আরামবাগ ক্রীড়া সংঘ ২১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে। ১৯ পয়েন্ট বিজেএমসির। লিগে দুই দলেরই একটি করে ম্যাচ বাকি আছে।