বিদেশি ফুটবলার ছাড়াই স্বাধীনতা কাপ

আগামী ১৬ জানুয়ারি মাঠে গড়াবে স্বাধীনতা কাপ ফুটবল। এবার টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে না ক্লাবগুলো।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2018, 03:05 PM
Updated : 8 Jan 2018, 03:05 PM

সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে পেশাদার লিগ কমিটির সভা শেষে কমিটির সভাপতি আব্দুস সালাম ‍মুর্শেদী জানান, স্থানীয় ফুটবলারদের আরও বেশি সুযোগ করে দেওয়ার ব্যাপারে ক্লাবগুলো রাজি হয়েছে।

“আমরা আগে থেকেই চিন্তা করেছিলাম, এবার অন্তত স্বাধীনতা কাপে বিদেশিদের খেলার সুযোগ দেব না। সব ক্লাবই রাজি হয়েছে। এতে আমাদের দেশি খেলোয়াড়রা আরও বেশি খেলা সুযোগ পাবে।”

“বিদেশি কোটার কারণে স্থানীয় খেলোয়াড়দের অনেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে পুরো সময় খেলতে পারেনি। তারাও স্বাধীনতা কাপে খেলতে পারবে। দেশি খেলোয়াড়দের পারফরম্যান্স যাছাই-বাছাই করা যাবে এ টুর্নামেন্ট দিয়ে। সামনে আমাদের জাতীয় দলের খেলা আছে। সবকিছু বিবেচনা করেই আমি মনে করি এটা ভাল একটা সিদ্ধান্ত।”

বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা ১২ দলই দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে স্বাধীনতা কাপে। আগামী বৃহস্পতিবার প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হবে।