এশিয়ান গেমস হকির প্রাথমিক দলে ৩৮ জন

এশিয়ান গেমসের বাছাইপর্ব সামনে রেখে আগামী শনিবার থেকে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ দলের ক্যাম্প। প্রাথমিক দলে ৩৮ জনকে রেখেছেন কোচ মাহবুব হারুন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2018, 12:28 PM
Updated : 8 Jan 2018, 12:28 PM

সর্বশেষ এশিয়া কাপে খেলা দলের সবাই আছে প্রাথমিক দলে। নতুন মুখ চার জন-গোলরক্ষক সজিবুর রহমান, ফরোয়ার্ড প্রসেনজিৎ রায়, মিডফিল্ডার নাজমুল ইসলাম ও আশিক মাহমুদ সাগর।

আগামী ১১ মার্চ ওমানে শুরু হবে এশিয়ান গেমসের বাছাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জাতীয় দলের কোচ হারুন জানান, ক্যাম্পে শুরুর দিকে শারীরিক সামর্থ্যে যাচাই করায় বেশি গুরুত্ব দিবেন তিনি।

“শুক্রবার রিপোর্টিং। পরের দিন ক্যাম্প শুরু করব। স্টেডিয়ামে সবার থাকার জায়গা নেই; তাই যাদের ঢাকায় বাড়ি বা থাকার জায়গা আছে, তারা সেখান থেকে এসে অনুশীলন করবে। শুরুর ১০ দিনে এক বেলা অনুশীলন করানো হবে।”

“এই ১০ দিনে ফিজিক্যাল টেস্টের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারা ক্যাম্পে থেকে যাবে। ওই পরীক্ষার পরই আমরা ২৫-২৬ জনকে বাছাই করে নেব চূড়ান্ত ক্যাম্পের জন্য।”

প্রাথমিক দল:

গোলকিপার: অসিম গোপ, আবু সাইদ নিপ্পন, বিপ্লব কুজুর ও সজিবুর রহমান।

ডিফেন্ডার: মামুনুর রহমান চয়ন, ইমরান হাসান পিন্টু, খোরশাদুর রহমান, রোকনুজ্জামান সোহাগ, ফরহাদ আহমেদ শিটুল, রেজাউল করীম বাবু, মোহাম্মদ আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, শফিউল আলম শিশির, মেহেদি হাসান, মনোজ বাবু, খালেদ মাহমুদ রাকিন।

মিডফিল্ডার: কামারুজ্জামান রানা, হাসান যুবায়ের নিলয়, সারোয়ার হোসেন, সাব্বির রানা, রোমান সরকার, নাইম উদ্দিন, ফজলে হোসেন রাব্বি, মাহবুব হোসেন, আশিক মাহমুদ সাগর, নাজমুল ইসলাম, আজিজুল ইসলাম, শফিকুল ইসলাম।

ফরোয়ার্ড: রাসেল মাহমুদ জিমি, পুস্কর ক্ষিসা মিমো, মিলন হোসেন, মাইনুল ইসলাম কৌশিক, আরশাদ হোসেন, দ্বীন ইসলাম ইমন, মোহাম্মদ মহসিন, রাজিব দাস, প্রসেনজিৎ রায় ও আল নাহিয়ান শুভ।