নগর প্রতিদ্বন্দ্বীদের হারাতে হলে নিজেদের সেরাটা দিতে হবে, বলছেন ম্যানচেস্টার সিটির কোচ।
ঘরের মাঠ অ্যানফিল্ডে এভারটনকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। ইংল্যান্ডের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে শুক্রবারের অন্য ম্যাচে ডার্বি কাউন্টিকে ২-০ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে তাদের সঙ্গী হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
৩৫তম মিনিটে জেমস মিলনারের পেনাল্টি গোলে এগিয়ে যায় লিভারপুল। ৬৭তম মিনিটে জিলফি সিগার্ডসনের গোলে সমতা ফেরায় এভারটন। সাউথ্যাম্পটন থেকে কদিন আগে যোগ দেওয়া ফন ডিকের ৮৪তম মিনিটের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।