চোট পেয়ে মাঠের বাইরে রামোস

কাফে চোট পেয়েছেন সের্হিও রামোস। এ কারণে নতুন বছরে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ অধিনায়কের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2018, 02:05 PM
Updated : 5 Jan 2018, 02:05 PM

বৃহস্পতিবার রাতে কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে দ্বিতীয় সারির ক্লাব নুমানসিয়ার মাঠে ৩-০ ব্যবধানের জয়ে রামোসসহ নিয়মিত খেলোয়াড়দের অধিকাংশই ছিলেন না। ক্রিস্তিয়ানো রোনালদো, টনি ক্রুসসহ সবাইকে বিশ্রাম দিয়েছিলেন কোচ জিনেদিন জিদান।

পরে শুক্রবার রিয়াল তাদের ওয়েবসাইটে রামোসের চোট পাওয়ার খবর জানায়। চোট কাটিয়ে মাঠে ফিরতে স্প্যানিশ এই ডিফেন্ডারের কতদিন সময় লাগতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

তবে গণমাধ্যমের খবর মতে, রোববার সেল্তার বিপক্ষে খেলতে পারবেন না রামোস।

লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। ১৭ ম্যাচ খেলা বার্সেলোনার পয়েন্ট ৪৫। এক ম্যাচ কম খেলা রিয়াল ৩১ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।