অস্ট্রেলিয়ান ওপেনে নেই সেরেনা

চলতি মাসের মাঝামাঝি শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2018, 10:15 AM
Updated : 5 Jan 2018, 10:15 AM

সেপ্টেম্বরে কন্যা সন্তানের মা হওয়ার পর গত সপ্তাহে আবুধাবিতে প্রথমবারের মতো খেলতে নেমেছিলেন যুক্তরাষ্ট্রের ৩৬ বছর বয়সী এই খেলোয়াড়। প্রীতি ম্যাচটিতে ইয়েলেনা ওস্তাপেঙ্কোর কাছে হেরে যান র‌্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ তারকা। 

সপ্তাহ ঘুরতেই সেরেনা জানিয়ে দিলেন এবারের অস্ট্রেলিয়া ওপেনে অংশগ্রহণ না করার কথা।

২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই খেলোয়াড় বলেন, “পুরোপুরি প্রস্তুত হওয়ার খুব কাছাকাছি থাকলেও আমি আমার প্রত্যাশিত জায়গায় নেই। আমার কোচ ও দলের সবাই সবসময় বলে 'পুরো পথ পাড়ি দেওয়ার মতো প্রস্তুত হলেই প্রতিযোগিতাগুলোতে যাবে'।" 

"আমি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো- কিন্তু আমি কেবল প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না। আমি এর চেয়ে অনেক ভালো করতে চাই। আমার আরও সময় দরকার।" 

বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যাম থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ব্রিটেনের অ্যান্ডি মারেও। ১৫ জানুয়ারি থেকে শুরু হবে প্রতিযোগিতাটি।