চোট ‘গুরুতর’ না হওয়ায় স্বস্তি জেসুসের

সম্প্রতি পাওয়া চোটের কারণে দুই মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে গাব্রিয়েল জেসুসকে। তারপরও অস্ত্রোপচার করাতে হবে না জেনে স্বস্তি পাচ্ছেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2018, 09:24 AM
Updated : 2 Jan 2018, 09:24 AM

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচের ২৩তম মিনিটে চোট পেয়ে চোখে জল নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। পরীক্ষায় তার লিগামেন্টে চোট ধরা পড়েছে।

এটা ‘ছোট’ চোট ও অবস্থা ‘খুব খারাপ নয়’ বলে জানিয়েছেন জেসুস।

ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, “ইশ্বরকে ধন্যবাদ যে চোট খুব খারাপ নয় এবং আমাকে কোনোরকম অস্ত্রোপচারও করাতে হবে না। কথা দিচ্ছি যত দ্রুত সম্ভব ফিরব।”

“সমর্থন দেওয়ার জন্য সব ভক্তদের ধন্যবাদ। শুভ নববর্ষ। ২০১৮ সাল হবে আমার।”