দারুণ জয়ে বছর শুরু ম্যানইউয়ের
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2018 01:33 AM BdST Updated: 02 Jan 2018 01:35 AM BdST
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ড্রয়ের পর জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন বছরের প্রথম দিনে এভারটনকে হারিয়েছে জোসে মরিনিয়োর দল।
Related Stories
সোমবার রাতে এভারটনের মাঠে ২-০ গোলে জিতেছে প্রতিযোগিতার সফলতম ক্লাবটি। গোল দুটি করেন অঁতনি মার্শিয়াল।
গত তিন রাউন্ডের মধ্যে লেস্টার সিটি, বার্নলি ও সাউথ্যাম্পটনের কাছে পয়েন্ট হারিয়েছিল ইউনাইটেড।
গুডিসন পার্কে রক্ষণাত্মক এভারটনের বিপক্ষে প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ইউনাইটেড; কিন্তু সাফল্য আসেনি।
৫১তম মিনিটে ভাগ্য বিরূপ না হলে এগিয়ে যেতে পারতো অতিথিরা; তবে হুয়ান মাতার শট পোস্টে লাগে। এর ছয় মিনিট পরই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় তারা। ডি-বক্সের ঠিক বাইরে থেকে উঁচু শটে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড মার্শিয়াল।

২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। তৃতীয় স্থানে নেমে যাওয়া চেলসির পয়েন্ট ৪৫।
দিনের অন্য ম্যাচে বার্নলির মাঠে ২-১ গোলে জেতা লিভারপুল ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।
এক ম্যাচ কম খেলা আর্সেনাল ৩৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। ২০ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তারপরেই আছে টটেনহ্যাম হটস্পার।
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু