লিভারপুলের নাটকীয় জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2018 11:32 PM BdST Updated: 02 Jan 2018 01:35 AM BdST
নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট হারাতে বসেছিল লিভারপুল। শেষ দিকে গোল শোধ করে পয়েন্ট পাওয়ার আশা জাগায় বার্নলি। কিন্তু যোগ করা সময়ে গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ এক জয় তুলে নেয় ইয়ুর্গেন ক্লপের দল।
Related Stories
নতুন বছরের প্রথম দিন বার্নলির মাঠে ২-১ ব্যবধানের জয়ে লিভারপুলের হয়ে গোল করেন সাদিও মানে ও রাগনার ক্লাভান।
সোমবারের ম্যাচে অসংখ্য সুযোগ হাতছাড়া করে লিভারপুল। প্রথম সত্যিকারের সুযোগ পায় অতিথিরা। ষোড়শ মিনিটে অ্যালেক্স অক্সলেইড- চেম্বারলেইনের শট ঠেকিয়ে দেন বার্নলি গোলরক্ষক নিক পোপ।
৩৭তম মিনিটে অক্সলেইড-চেম্বারলেইনের পাসে দুর্বল শট নিয়ে সুযোগ নষ্ট করেন ডোমেনিক সোলাঙ্কি। দুই মিনিট পর ম্যাচে নিজেদের প্রথম সুযোগ পায় বার্নলি। আরফিল্ডের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
দ্বিতীয়ার্ধে প্রথম সুযোগকে গোলে পরিণত করেন মানে। ৬১তম মিনিটে ডি-বক্স থেকে বুলেট গতির শটে পোপকে পরাস্ত করেন সেনেগালের এই ফরোয়ার্ড।
৭৪তম মিনিটে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের শট ঠেকিয়ে বার্নলির ত্রাতা পোপ। ১০ মিনিট পর আবার অক্সলেইড-চেম্বারলেইনের প্রচেষ্টা ব্যর্থ করে দেন তিনি।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে লভরেনের ক্রসে ক্লাভানের দারুণ হেড ঠিকানা খুঁজে পেলে আবার এগিয়ে যায় লিভারপুল। দলের হয়ে এস্তোনিয়ান ডিফেন্ডারের প্রথম গোলে টানা তৃতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।
এই জয়ে ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকল লিভারপুল। ২১ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। চেলসির পয়েন্ট ৪৫।
৩৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বার্নলি। দিনের অন্য ম্যাচে হাডার্সফিল্ড টাউনকে ৩-০ গোলে হারিয়ে তাদের সঙ্গে ব্যবধান কমিয়েছে লেস্টার সিটি। তাদের পয়েন্ট ৩০।
-
অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সঙ্গে নিজের মিল দেখছেন কাফু
-
কোয়াড্রপল জয়ের আশায় সালাহ, ‘চাপ নেই’ বলছেন ক্লপ
-
কলকাতায় ২-০ গোলে পিছিয়ে বিরতিতে বসুন্ধরা কিংস
-
‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
-
আবারও ইপিএলের সেরা উদীয়মান ফোডেন
-
‘লেভানদোভস্কিকে দলে টানার অবস্থায় নেই বার্সা’
-
শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়
-
ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ