ক্রোয়েশিয়ার বর্ষসেরা মদ্রিচ

ষষ্ঠবারের মতো ক্রোয়েশিয়ার বর্ষসেরা ফুটবলার হয়েছেন রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ। ভাগ বসিয়েছেন দেশটির সাবেক স্ট্রাইকার দাভর সুকেরের রেকর্ডে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2018, 03:08 PM
Updated : 1 Jan 2018, 03:08 PM

মদ্রিচের নেতৃত্বে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে খেলবে ক্রোয়েশিয়া। গত বছর বাছাই পর্বে দুই ম্যাচের প্লে-অফ পর্বে গ্রিসের বিপক্ষে অধিনায়কত্ব করেন এই মিডফিল্ডার। প্রথম লেগে ৪-১ ব্যবধানের জয়ে প্রথম গোলটি করেছিলেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়।

সান্তিয়াগো বের্নাবেউয়ে জিনেদিন জিদানের দলেও অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় মদ্রিচ। গত মৌসুমে দলের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান ছিল তার।

ডিসেম্বরে রিয়ালের ক্লাব বিশ্বকাপ জয়ের মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন মদ্রিচ।