মোহামেডানকে রুখে দিল আরামবাগ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2018 06:53 PM BdST Updated: 01 Jan 2018 06:53 PM BdST
জয়ের আনন্দে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন বছর শুরুর আশা মাটি করে দিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে দুই গোলে পিছিয়ে পড়ার পর মোহামেডানকে ২-২ এ রুখে দিয়েছে মারুফুল হকের দল।
প্রথম পর্বে আরামবাগকে ৩-১ গোলে হারানো মোহামেডান ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। ১৭ পয়েন্ট আরামবাগের।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার ম্যাচের চতুর্থ মিনিটে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় মোহামেডান। বিপলু আহমেদের বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগোজি। গোলরক্ষক আজম খান স্লাইড করেও বল আটকাতে পারেননি।
২৭তম মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ নষ্ট হয় আরামবাগের। রাজন মিয়ার বাড়ানো বল ডি বক্সের ভেতরে পেয়ে পোস্টের বাইরে শট নেন সুমন আলি। এই ফরোয়ার্ডের সামনে শুধু ছিলেন গোলরক্ষক মামুন খান।
৩৫তম মিনিটে কিংসলের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে ব্যবধান দ্বিগুণ করে নিতে পারেনি আগের ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়ে আসা মোহামেডান। পরের মিনিটে প্রতি-আক্রমণে আরামবাগের রাজন বাঁ দিক দিয়ে আক্রমণে উঠলেও বলের নিয়ন্ত্রণ হারিয়ে ঠিকঠাক শট নিতে ব্যর্থ।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে নেয় মোহামেডানে। ৪৯তম মিনিটে ডান দিক থেকে মোহাম্মদ লিংকনের কর্নারে জাহিদ হাসান এমিলির হেড প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে ঠিকানা খুঁজে পায়।
৮০তম মিনিটে ম্যাচে ফেরা গোল পায় আরামবাগ। রকির বাড়ানো ক্রসে সুমনের হেড লাফিয়ে উঠেও ফেরাতে পারেননি গোলরক্ষক। বল পোস্টের ভেতরের কানায় লেগে জালে জড়ায়।
শেষ মুহূর্তে সমতায় ফেরে আরামবাগ। ৯০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ইকাঙ্গার শট গোলরক্ষক ফিস্ট করে ফেরানোর পর ফিরতি সুযোগ নিখুঁত টোকায় কাজে লাগান নাইজেরিয়ান ফরোয়ার্ড এলামলি বুকোলা।
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
-
পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
-
রেকর্ড ফিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে নিল ফরেস্ট
-
মেজর লিগ সকারের দলে ‘যোগ দিচ্ছেন’ বেল
-
'গোল যদি ১০টা দেওয়া যায়, দশটাই দিতে চাইব'
-
সাবিনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বললেন কোচ
-
বাফুফেতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল