২ মাসের জন্য জেসুসকে হারানোর শঙ্কা সিটির
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Dec 2017 09:50 PM BdST Updated: 31 Dec 2017 09:50 PM BdST
ক্রিস্টাল প্যালেসের কাছে পয়েন্ট হারানো ম্যাচে বড় এক ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি। কোচ পেপ গুয়ার্দিওলা জানিয়েছেন, চোট পাওয়ায় দুই মাস মাঠের বাইরে থাকতে হতে পারে গ্যাব্রিয়েল জেসুসকে।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার গোলশূন্য ড্র করে টানা ১৮ ম্যাচ জেতা সিটি।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২৩তম মিনিটে চোট পেয়ে চোখে জল নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। তার জায়গায় মাঠে নামেন সের্হিও আগুয়েরো।
জেসুসের অবস্থা দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে হাঁটুতে আঘাত পেয়ে থাকতে পারেন তিনি।
ম্যাচ শেষে বিটি স্পোর্টকে গুয়ার্দিওলা বলেন, “সে চোটাক্রান্ত। আশা করি, এটা জটিল কিছু না। তবে তাকে হয়তো এক-দুই মাস বাইরে থাকতে হতে পারে।”
ম্যাচর শেষ দিকে চোট পেয়েছেন সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনও। বেলজিয়ান এই খেলোয়াড় স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। তবে মেডিক্যাল স্টাফদের সহযোগিতায় দলের ড্রেসিং রুমের পেছনে হাঁটতে দেখা গেছে তাকে। তাই এই খেলোয়াড়ের চোট নিয়ে উদ্বেগ কম গুয়ার্দিওলার।
-
পরের মৌসুমে লিভারপুলেই থাকছি: সালাহ
-
নাদালের রেকর্ড ছোঁয়ার অভিযানে জোকোভিচের আরেক জয়
-
দেখিয়ে দিতে চান আজার
-
সালাউদ্দিনের ‘সিম্পল চাওয়া’
-
রোলাঁ গাঁরো থেকে বিদায় ইউএস ওপেনের বিস্ময় রাডুকানুর
-
রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়েই ভবিষ্যৎ নিয়ে ভাববেন মিনামিনো
-
চোটে কিংসের চার জনকে নিয়ে অনিশ্চয়তা
-
'ঘটনাচক্রে ফাইনালে আসিনি, লিভারপুলের জন্য রিয়াল প্রস্তুত'
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের