সিটির জয়রথ থামাল ক্রিস্টাল প্যালেস

বায়ার্ন মিউনিখের রেকর্ড স্পর্শ করা হল না ম্যানচেস্টার সিটির। ইংলিশ প্রিমিয়ার লিগে উড়ে চলা দলটিকে থামিয়েছে ক্রিস্টাল প্যালেস। তাদের মাঠে গোলশূন্য ড্র করেছে পেপ গুয়ার্দিওলার শিষ্যরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2017, 02:21 PM
Updated : 31 Dec 2017, 02:21 PM

ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে টানা ১৯ ম্যাচ জিতে রেকর্ড জার্মানির বুন্ডেসলিগার দল বায়ার্নের। সিটি থামল টানা ১৮ ম্যাচ জিতে।

লিগে প্রথম হারের স্বাদ পেতে বসেছিল সিটি। যোগ করা সময়ে লুকা মিলোসেভিচের স্পটকিক থামিয়ে দলকে বাঁচান এদেরসন।   

চলতি বছরে নিজেদের শেষ ম্যাচে তৃতীয় মিনিটে এগিয়ে যেতে পারত সিটি। বিপজ্জনক জায়গায় বল পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি বের্নার্দো সিলভা।

দশম মিনিটে মানাগালা রক্ষা করেন অতিথিদের। এগিয়ে এসে দলকে বিপদমুক্ত করতে চেয়েছিলেন এদেরসন। বল পেয়ে যান বেনটেকে, তার শট ফিরিয়ে দেন মানগালা। তিন মিনিট পর এদেরসন ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন ক্রিস্টাল প্যালেসের আরেকটি চেষ্টা।

২১তম মিনিটে লক্ষ্য প্রথম শট নেয় সিটি। গাব্রিয়েল জেসুসের দুর্বল শট চ্যালেঞ্জ জানাতে পারেনি গোলরক্ষককে। এই শট নেওয়ার দুই মিনিট পর চোট পেয়ে চোখ জল নিয়ে মাঠ ছাড়েন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস।

বদলি নামা সের্হিও আগুয়েরো গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন। ২৯তম মিনিটে তার শট লাগে পোস্টে। প্রথমার্ধে এটাই ছিল সিটির শেষ সত্যিকারের সুযোগ।  

দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে রাহিম স্টার্লিং মাঠে নামলে আক্রমণের ধার বাড়ে সিটির। ৬২তম মিনিটে আগুয়েরোর হেড ঠেকিয়ে দলকে বাঁচান স্বাগতিক গোলরক্ষক। পরের মিনিটে দূরের পোস্টে লেরয় সানের শট ঠেকিয়ে দেন তিনি।

৭৭তম মিনিটে দারুণ একটি সুযোগ নষ্ট করেন ক্রিস্টাল প্যালেসের টাউনসেন্ড। অরক্ষিত এই খেলোয়াড় শট লক্ষ্যে রাখতে পারেনি।

৯০তম মিনিটে ডি-বক্সে উইলফ্রেড জাহাকে স্টার্লিং ফাউল করলে পেনাল্টি পায় ক্রিস্টাল প্যালেস। শট নেন মিলোসেভিচ, ঝাঁপিয়ে তার শট ঠেকিয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন।

২১ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিটি। ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। এক পয়েন্ট কম নিয়ে তিনে ম্যানচেস্টার ইউনাইটেড।

চারে থাকা লিভারপুলের পয়েন্ট ৪১। এক ম্যাচ কম খেলে ৩৭ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহ্যাম হটস্পার।