হোঁচট খেয়ে বছর শেষ ইউনাইটেডের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Dec 2017 01:45 AM BdST Updated: 31 Dec 2017 01:47 AM BdST
ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শেষটা ভালো হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। গোলশূন্য ড্রয়ে সাউথ্যাম্পটনের কাছে পয়েন্ট খুইয়েছে জোসে মরিনিয়োর দল।
শনিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের শুরু থেকে সাউথ্যাম্পটনের রক্ষণে চাপ ধরে রাখলেও গোলের দেখা পায়নি ইউনাইটেড। নবম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়ার আগে রোমেলু লুকাকুর হেড পোস্টের ওপর দিয়ে উড়ে যায়।
২৮তম মিনিটে স্পেনের ফরোয়ার্ড হুয়ান মাতার শট আটকে দেন অ্যালেক্স ম্যাকার্থি। এরপর ডান দিক দিয়ে আক্রমণে ওঠা হেনরিক মিখিতারিয়ানের ক্রসে জেসে লিনগার্ডের হেড লক্ষ্যভ্রষ্ট হলে ইউনাইটেড সমর্থকদের হতাশা বাড়ে।

চলতি লিগে পঞ্চম ড্র করা ইউনাইটেড ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ২০ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে সাউথ্যাম্পটন।
শনিবার লেস্টার সিটিকে ২-১ গোলে হারানো লিভারপুল ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। স্টোক সিটির বিপক্ষে ৫-০ গোলে জেতা চেলসি ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। ২০ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- ‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- পান্তের অসাধারণ সেঞ্চুরিতে ভারতের লিড