শেখ রাসেলকে রুখে দিল বিজেএমসি

পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে শেখ রাসেল ক্রীড়া চক্র এগিয়েও গিয়েছিল। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। শেষ দিকে গোল হজম করে টিম বিজেএমসির সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের ম্যাচে ২-২ ড্র করেছে শফিকুল ইসলাম মানিকের দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2017, 03:04 PM
Updated : 28 Dec 2017, 03:04 PM

প্রথম পর্বে বিজেএমসি ১-০ গোলে হারিয়েছিল শেখ রাসেল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচে ষষ্ঠ মিনিটে কিংসলে ওশিওকার পেনাল্টি গোলে এগিয়ে যায় বিজেএমসি। ডি-বক্সের মধ্যে নাইজেরিয়ান এই ফরোয়ার্ডকে আলমগীর কবির রানা ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

২৭তম মিনিটে সমতা ফিরে। খালেকুর জামানের লব নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করেন মিশরের ফরোয়ার্ড জাকি সারহান।

ফ্রঁসয়া জ্যাকের গোলে ৭৯তম মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল। মোনায়েম খান রাজুর শট ক্রসবারে লেগে ফেরার পর ফিরতি শটে লক্ষ্যভেদ করেন হাইতির এই ফরোয়ার্ড।

শেষ দিকে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বিজেএমসি। ৮৫তম মিনিটে ওশিওকার শট গোলরক্ষকের গ্লাভসে জমে যায়। তবে তিন মিনিট পর ডান দিক থেকে শরিফুল ইসলামের ক্রসে পাশবন মোল্লার হেডে পরাস্ত হন শেখ রাসেলের গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য।

এ ড্রয়ের পর ১৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে শেখ রাসেল। ১৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে বিজেএমসি।

বৃহস্পতিবার প্রথম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-১ গোলে হারায় মোহামেডান স্পোর্টিং ক্লাব।