কেইনের লক্ষ্য মেসি-রোনালদোর পর্যায়ে যাওয়া

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর পর্যায়ে যেতে মুখিয়ে আছেন হ্যারি কেইন। তবে এখনই তাদের সঙ্গে তুলনা চান না টটেনহ্যাম হটস্পারের এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2017, 10:50 AM
Updated : 28 Dec 2017, 10:52 AM

গত মঙ্গলবার সাউথ্যাম্পটনের বিপক্ষে টটেনহ্যামের ৫-২ গোলের জয়ে হ্যাটট্রিক করে ইংলিশ প্রিমিয়ার লিগে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ৩৯ গোল করার রেকর্ড গড়েন কেইন।

সেই সঙ্গে বার্সেলোনার ফরোয়ার্ড মেসির চেয়ে দুই গোলে এগিয়ে ২০১৭ সালে ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা খেলোয়াড়দের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে বেশি গোলের কৃতিত্বটাও নিজের করে নেন ইংল্যান্ডের এই খেলোয়াড়। এ বছর ক্লাব ও জাতীয় দলের হয়ে তার গোল এখন ৫৬টি।

মেসি ও রোনালদো যে পর্যায়ে আছে, সেখানে পৌঁছাতে ফর্ম ধরে রাখতে চান কেইন।

“মেসি-রোনালদোর দিকে তাকলে মনে হয়, তাদের সঙ্গে আমাকে তুলনা করার আগে অবশ্যই আমার এখনও অনেক পথ পাড়ি দেওয়ার আছে। এটা আমি করতে চাই: উন্নতি ধরে রাখতে চাই; এই অবস্থানে একদিন উঠে আসব।”

“এটা আমার জন্য কেবল শুরু। আমি বছরের পর বছর ধরে এটা কর যেতে চাই। তারা (মেসি-রোনালদো) আট, নয় বছর ধরে এটা করেছে। তাই, তাদের পর্যায়ে থাকতে আমাকে এটা করে যেতে হবে। এটা আমার লক্ষ্য।”