আরামবাগ-ফরাশগঞ্জ নাটকীয় ড্র

নির্ধারিত নব্বই মিনিটের পর যোগ করা সময়ে গোল পেলো দুই দলই। শেষ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে আরামবাগ ক্রীড়া সংঘ ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2017, 03:05 PM
Updated : 27 Dec 2017, 03:05 PM

লিগের প্রথম পর্বে ফরাশগঞ্জকে ২-১ গোলে হারিয়েছিল আরামবাগ।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে এলামলি বুকোলা লক্ষ্যভেদ করলে এগিয়ে যায় আরামবাগ। নাইজেরিয়ার এই ফরোয়ার্ডকেই ডি-বক্সের মধ্যে বদলি ডিফেন্ডার মোহাম্মদ ইমন ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

একটু পরই জসিম উদ্দিন সুজনের দারুণ গোলে সমতায় ফেরে ফরাশগঞ্জ। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা এই বদলি মিডফিল্ডার প্রায় ৩৫ গজ দূর থেকে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন।

১৯ ম্যাচে ১৬ পয়েন্ট আরামবাগের। ফরাশগঞ্জের পয়েন্ট ১৪।

বুধবার প্রথম ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও সাইফ স্পোর্টিং ১-১ ড্র করে। ড্রয়ে শীর্ষে ওঠার সুযোগ হারায় শেখ জামাল। ১৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দলটি। ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী লিমিটেড।